পাতা:সন্দেশাবলি.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( වග ) - কয়লি কয়লি নামে নদী মগধ দেশে অর্থাৎ বাহাই প্রদেশে ছোট নাগপুরের সম্মুখে আরম্ভ হইয় গাণপুর ও কুঞ্জিউর দিয়া পরে ২৭০ ক্রোশ ঘুরিয়া বঙ্গ দেশের মোহনাতে পতিত হইতেছে। ৬০। *... করকপুর। বাহার রাজ্যে মুঙ্গেরের সন্মুক্ত কাপুর নামক এক নগর, এই নগর পাটনা হইতে ৮৩ ক্রোশ পূৰ্ব দক্ষিণ বৰ্ত্তা, ইহার উত্তর পশ্চিমদিগে পৰ্বতীয় দেশ তথা অনেক উষ্ণ জলযুক্ত কুপ আছে। ৬১ ৷ করগ্রাম। গণ্ডওয়ান দেশেরত্বপূরহইতে ৬৪ ক্রোশ উত্তর দিগে গোদ জাতির রাজধানী করগ্রাম নামে এক নগর, ইহার কএক ক্রোশ দক্ষিণ দিগে রৌপ্যময় কিন্তু তাম্রময় মুদ্র চলন ছিলনা, লোবে রা কেবলবরাটীক ব্যরহার করিত। ৬২ ৷৷ করদl ll গুজরাট দেশের উত্তর পশ্চিম সমুখ স্থানের নিকট থিরাদ হইতে তিন ক্রোশ দক্ষিণ দিগে করদ নামে এক নগর অাছে, ও ঐ থিরাদের দক্ষিণ দিগ দিয়া গমন করিলে বনময় দৃষ্ট হয় তৎপরে এ নগরে পরিষু ত আছে, কিন্তু বালুক ও মরু ভূমি এব৪২ স্থানে ২ বন, আর ইহার তার স্থানে জলকষ্ট আছে। ున్ని কর্ণাট। এই বৃহৎ দেশ ই-লঙীয়গণকর্তৃক কর্ণাটক নামে কথিত আছে, এবং পূৰ্বকালে এ দেশ আড়কটা নৰাৰেৱ । রাজ্য ছিল, ইহার উত্তর সীমা দক্ষিণ গুন্টুর সরকার নামক স্থান, তথা গাণ্ডিজাম নামক এক ক্ষুদ্র নদী লে মুক্তাবলি স্থানের সমুদ্ধে --পতিত হইতেছে, ও ৫৬০ ক্রোশ দীর্ঘ হইয়। কুমারি অন্তরী পের দক্ষিণে মিলিত হইয়াছে, আর কোডলর নদীর দক্ষিণে