পাতা:সন্দেশাবলি.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ტა ) যে দেশ আছে, তাহার নাম দক্ষিণ কর্ণাট। পানার নদী অবধি গাণ্ডিজম ও গুন্টুর সরকার পর্যন্ত উত্তর কর্ণাটের সীমা, এব^ কোড়লর অবধি পানার নদী পর্যন্ত কর্ণাটের মধ্য স্থল, ইহাতে অধিকাংশ হিন্দু জাতি ও জবন জাতি ও আছে, কিন্তু নগর মধ্যে তাহারদিগের স্থানে ২ বসতি, কেবল নবাবের অধিকারে জবন জাতি অধিক আছে, কর্ণাটের নিযুভাগে অনেক ব্ৰাহ্মণ জাতি আছেন, তাহারা নানাব বস করেন, ও তাহারদিগের সচরাচর নস্য ব্যবহার আছে, কিন্তু হকা অনেকে অবগত নহেন, কেবল জবনের হকা ব্যবহার করে, ব্ৰাহ্মণের সে ব্যবহার করিলে জাতি ভুষ্ট হয়েন। কোড়লর নদী ও পানার নদীর তীরস্থ কর্ণাটে যে বস্ত্র জন্মে, সে মান্দরাজে প্রেরিত হয়, কিন্তু তথা হইতে এ পুদেশে অত্যন্ত্র বাণিজ্য দ্রব্য আসিয়া থাকে,অপর ভারতবর্ষস্থ তাবৎ দেশাপেক্ষায় কর্ণাট অতিশয় উষ্ণ দেশ, কেবল সমুদ্রের বায়, ও বর্ষা হেতুক উষ্ণতার অল্পত হইবাতে শস্য জন্মে, কিন্তু ইহার অধিকাংশ বালুকাময় মরুভূমিপুযুক্ত বহুযত্নে জললাভ হয়, দক্ষিণ দেশ ও বঙ্গ দেশাপেক্ষায় কর্ণাটে মহামারী ও দুর্ভিক্ষ্য সৰ্ব্বদা হয়, ইংলণ্ডীয়েরদিগের অধি কারের পূৱ কালে এই দেশে নানা ক্ষুদ্র রাজার অধিকার হই বাতে বহু অণ২শে বিভাগ হইয়াছিল, ই• ১৩১০ বা^ ৭১৭ শালে দিল্লীর আলালাদীন বাদশাহের রাজত্ব কালে জবনের কর্ণাটে আগমন পূবুক বল্লালদেৰ নামক রাজাকে জয় করিয়া ছিল, তৎপরে দক্ষিণ দেশীয় বাদশাহকে করদিয়া মোগল বাদশাহকে ও কর দিয়াছিল, কিন্তু আওরঙ্গজেব বাদশাহের রাজ্য সমাপ্ত হইয়া পরে ই০২ ১৮০০ বাণ ১২০৭ শালের