পাতা:সন্দেশাবলি.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Sb- ) কলাগাছি । বঙ্গ দেশে কলাগাছি নামক এক স্থান আছে। তাহার এক দিগে পথ আর তাবৎ দিগে জল বেষ্টিত, সে কলি কাতা হইতে ৪৩ ক্রোশ অন্তর কিন্তু গঙ্গার বক্রতা প্রযুক্ত অধিক পথ বোধ হয়, এ স্থানে তটের নিযুত প্রযুক্ত ইহার নিকটে জাহাজ নঙ্গর করে, শ্রাবণ ভাদু ও অশ্বিন মাসান্তে এ স্থানে পীড়া দায়ক হয়, কারণ ইহার জলের সু্যেত গঙ্গাতে যুক্ত আছে তন্নিমিত্তে নানা প্রকার গলিত পশু ও বৃক্ষাদির মিলনে অত্যন্ত দুৰ্গন্ধ বায় হয়, অপর ভিন্ন দেশীয় দুব্য জাহাজ দ্বারা আনিয়া এ স্থানে রাথিয় ই০sলণ্ডে প্রেরণীয় দুব্যাদি গ্রহণ করে, পরে গঙ্গা সাগরে গমন পূর্বক অবশিষ্ট সকল দুল্য জাহাজে অপিত হয়। এ স্থানের উপরে বৃহৎ লৌহ শূন্থল থাকে ও জাহাজি দুব্যাদির বাণিজ্য গৃহ আছে, এবং ইহার নিকটস্থ গ্রামে খাদ্য দুব্য সুলভ ৭ ৷ कणिकप्ले ॥ भानादात्र धरनट५ नमूनु डीन्द्र नग्नान्न নামক হিন্দু এক জাতির এক নগর অাছে, তাহার নাম কলিকট, ইহার রাজা তযুরি নামে থfত হয়, রাজ পরিবার পুরুষদিগের তমুরান এবং স্ত্রী গণের তমুরাতি উপাধি ব্যক্ত আছে, ঐ স্ত্রীরা নাম্বুরি নামক এক শ্রেষ্ঠ জাতি বুস্কেণ কিম্ব নাএর জাতির সহিত প্রসক্তি পত্ত্বক গর্ভবতী হয় এবং এই নাম্বুরির ইচ্ছাধীন স^ মিলন করে, এই স্ত্রীগণে ভুতালয়ে বাস করে ও স্বামীর সহিত কপাচ আলাপ করে না, ই০২ ১৭৬৬ বাণ২ ১ ১৭৩ শালে হয় দরালি মালাবার দেশ আক্রমণ করিলে কোচীন দেশের রাজ অনায়াসে কর দিতে স্বীকার করিলেন, কিন্তু কলিকট নগরের তযুরি রাজা কোন পুকারে সম্মত না হওয়াতে তৎকর্তৃক পূত