পাতা:সন্দেশাবলি.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 b ) বৃষ্টি হয়, এ স্থানে ও তৎকালে হইয় থাকে, ও ধান্য যৰ গোপূম ইত্যাদি নানা শস্য জন্মে, গোলাৰ প্রভৃতি নানা পুষেপর বন আছে, তন্মধ্যে ইউরোপীয় পুষ্প ন্যায় অনেক পুস্তু দৃষ্ট হর’ এব^ দ্রাক্ষাফল যথেষ্ট জন্মে, ও পবৃত মধ্যে উত্তম কুঙ্কুম ও লৌহ জন্মে। অপর এ দেশে পুসিদ্ধ শাল বস্ত্র হইয়া থাকে, সদার দেশের উন্নতি হইয়াছে, কিন্তু শালের লোম এ স্থানে জন্মে না, সে প্রায় এক মাসের পথ অন্তর, তবৃত দেশ হইতে পৃথমতঃ কটাবর্ণ লোম আগত হয়, পরে তাহাকে ধান্য পুল্প দিয়া ধৌত করিলে শাল বস্ত্র যোগ্য লোম পুস্থত হয়, ও এই লোম উক্ত দেশীয় ছাগের গাত্রে জন্মে, কথিত আছে যে দিল্লীর ও পারস্যের বাদশাহের যত্ব পূৰ্বক এই ছাগ স্বং দেশে পালন করিয়াছিলেন তত্ৰাপি তদেশের ন্যায় উৎকৃষ্ট লোম হয় নাই, আর পারস্য দেশে কোরমান নামক এক পুকার পস্তর লোমে যে শাল হয়, সে পুয়ি ইউরোপীয় শালের তুল্য হইয় থাকে, অপর কাশমীরের শালের লোম পূৰ্বোক্তরূপে ধৌত হইলে বিক্রয়ার্থে নানা চিত্র বিচিত্র বুনান পূৰ্বক আর একবার ধৌত করে, ইহার সামান্য শালের মূল্য ১৫ অবধি ২০ টাকা, উত্তম শালের ৪০ টাকা আর ফুলকর শাল হইলে ১০০ টাকা মূল্যে বিক্রয় হইত, কাশমীর দেশের লোকের বলবান, পিঙ্গল বর্ণ ও সুগঠন হয়, ইহার অধিকাংশ ব্রাহ্মণ জাতি ও ইহারদিগের দেশ ভাষা স্বতন্ত্র কিন্তু তাৰ পুস্তক কাশমীর অক্ষরে স^স্থত ভাষা রচিত এব • সংস্কৃত অক্ষরের ও পুস্তক আছে, এ দেশের অপর জাতির সূত্রধরের ব্যবসায়তে নিপুণ ও স্তম্বি ও নুরবক্লাই এই 5