( 88 ) এক উচ্চ ও দুগম পথ আছে, তাহ স্বদেশীয় লোকেরা কদাচিত অৰণত আছে, পত্ত্বকালে এ দেশীয় রাজার সিপ২হল দেশে ৰাল ছিল। ক্রমে তাহারদিগের পরলোক হইলে পোতু গীশের এই স্থানে আসিয়া দেশ নষ্ট করিয়াছে। অপর এ দেশের যে উক্ত নিৰিড় বন আছে, তাহাতে শিশির আকর্ষণ হইয় পীড়া দায়ক ৰায়, হয় এব- সন্ধ্যাকালাবধি প্রাতঃকাল পর্যন্ত শিশির পতিত হইয়া পরে প্রচণ্ড সূৰ্য্য কিরণে তাবৎ ক্ষয় হয়, কিন্তু এই দেশের পবৃত মধ্যে উত্তম ধান্য জন্মে, ও নানা জাতির বসতি এৰ^ দেবালয় আছে, তত্রস্থ লোকের নানা ব্যবসায় পব্ ক কাল যাপন করে, তন্মধ্যে বহুকালের ভুষ্ট এক জাতির কোন কৰ্ম্ম করিতে রাজাজা নাই, সুতরাণ ইহার পরুষানুক্রমে ভিক্ষে পঞ্জীৰী হইয় দিন পাত করে, ঈ- ১৭৮২ বা0২ ১ ১৮১ শালে মেণ বাইড সাহেব তৃনকলমেল হইতে দত স্বৰূপ এই কাণ্ডি দেশে গমন করিয়াছিল, এবপ২ ই০২ ১৮০ ০ বাণ১ ১২ ০৭ শালে ইহার উত্তরাধিকারী রাজা সিপ২হাসনাভিষিক্ত হইয়। ছিলেন । ৮১ ৷৷ কান্যকুর ll আগর প্রদেশে গঙ্গা তার হইতে প্রায় ২ ক্রোশ পশ্চিম বিখ্যাত কন্যকুক্ত অর্থাৎ কনৌজ নামে এক নগর আছে, ইহার ৬ ক্রোশ পয্যন্ত এক অপকু পথ ও স্থানে ২ ইষ্টক গৃহ আছে, আর কোন ২ বৃক্ষ তলে দেবতার মূৰ্ত্তি এবপ২ ভগ্ন গৃহের স্থানে ২ স~মৃত অক্ষরাক্ষিত ও দেবতার মূৰ্ত্তিযুক্ত মুদ্র পুপ্ত হয় ও পূৰু কালে এনগরে হিন্দুস্থানের কোন রাজধানী ছিল এমত বোধ হয়. ই^ ১০১৮ ৰাণ ৪২৫ শালে গজনেনের মহ মুদ এই নগর অধিকার করিয়া অল্পকালপর্যন্ত স্বাধীন রাথিয়
পাতা:সন্দেশাবলি.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।