পাতা:সন্দেশাবলি.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 & ) ছিল, এ নগর আগরা হইতে ২ ১৭, লক্ষ্মণেী হইতে ৭৫, দিল্লী হইতে ২১৪, ও কলিকাতা হইতে ৭ ১৯ ক্রোশআন্তর। ৮২ কাধীর ll আফগানস্থান মধ্যে কান্ধার নামে এক নগর আছে, ইহার উত্তর দিগে টাটার দেশের বাক নগর। দক্ষিণ দিগে বালুক স্থান। পূৰ্ব দিগে সিন্ধু দেশ ও বালুক স্থান। এবs পশ্চিম দিগে পারস্যের সাজি স্থান এতাবৎ পুচীিন সীমা ব্যক্ত আছে, গজনেন হইতে কান্ধারে আগমনে সচরাচর মরুভূমি ও কাবোলের ন্যায় কাষ্টাভাবে সূৰ্য্যপকৃ ইষ্টক নির্মিত গৃহ এৰপ২ নগরের সম্মুথে পবৃত দৃষ্ট হয়, এবং নগর মধ্যে লোকের অন্ত রান্তর বসতি অাছে, ইহার অধিকাথ২শ হিন্দুজাতি তন্মধ্যে কান্যকুঞ্জ বুক্ষণ আছেন, তাহারদিগের বাণিজ্য ব্যবসায়, জবন জাতির পুয়ি শুন্নিধৰ্ম্মাক্রান্ত ও ইহারদিগের বহু দেবালয় আছে, তথা হিন্দু ও জবন উভয় জাতীর পূজা করে, মোগল আফগাণ জাতির কৃষী কৰ্ম্ম করে, তাহাতে ধান্য, গোপূম, ছোলা, মটর, খজুর, বাদাম, কুঙ্কম ও আতর প্রভৃতি জন্মে, পৰ্বতে লৌহ আর নানা পুকার বহু মূল্য পুস্তর, বিশেষতঃ টেপেজ ও হীরক এ নগর সমৃক্ত নানা স্থানে জন্মে, এ নগরে শীতকালে অতিশয় শীত কিন্তু গ্রীষ্মকালে তাদৃশ গ্রীষু বোধ হয় না, অপর এ নগর বহুকাল পর্যন্ত দিল্লীর অধীন ছিল, পরে নাদেরশাহ অধিকার করিলেন, অনন্তর ইহার মৃত্যু হইলে কাবোলের সৈন্যাধ্যক্ষ আফগানজাতি আহমদশাহ আবদলির হইয় প্রকৃত রূপে শাসিত হয় নাই। ৮৩ ৷৷ কান্ধীর ll কান্ধার নামক প্রাচীর ৰঞ্জ এক নগর অাছে, ইহার দুই দুর্গ তন্মধ্যে পুাচীন যে দুর্গ সে আহমদশাহ আবদালি