( ৪৬ ) কর্তৃক পৰ্বতোপরি নির্মিত তথা নাঙ্গেরাবাদ নামক নগর ছিল, সে তাবৎ নাদেরশাহ নষ্ট করিয়াছিলেন, তৎপরে প্রায় তিন ক্রোশ দীর্ঘ পুস্থ মধ্যে এই নগরের বসতি ও উন্নতি হইয়াছে, এ স্থানে হিন্দুস্থানের ন্যায় শীত ও গ্রীষু হইয়া থাকে, এবং শস্য উৎপন্ন হয়, ইহার নিকটবৰ্ত্তী নানা ক্ষুদ্র পন্তু ত আছে, ও । ৩ ক্রোশ উত্তর দিগে পৰ্বতোপরি ঐ পুাচীন দুর্গের চিহ্ন দৃষ্টহয়। ৬ ক্রোশ অন্তরে হিন্দুদিগের পুচিীন এক গহ্বর আছে। ২ ক্রোশ অন্তরে জাফের তাএর নামক এক জবনের মৃতাগার আছে, আর কান্ধারের দক্ষিণ দিগে মোবেলআলির এক পুসিদ্ধ গে মৃেজে এক পুস্তরে তাহার চরণ চিহ্ন আছে, এ নগরে কাবে লের বাদশাহের এক মুদ্র নির্মাণাগার আছে, মুলতোনর ও রাজপুত নগরের অনেক লোকের এ নগরে বসতি করিয়াছে, এবং য়িহুদি জাতির ও বসতি আছে, অপর যখকালে পার স্যের ও মোগল রাজ্যের উন্নতি ছিল, তখন কান্ধার নগর উভয়ের সন্মুখবন্তী হওয়াতে হইরে যথেষ্ট অনুরাগ হইয়াছিল, পরে ই০২ ১৭৩৮ বা ১ ১৪৫ শালে আলি মহমুদ নামক পার স্যাপক্ষ কর্তৃক জাহাঙ্গীর বাদশাহের পুতি দন্ত হইল এবং উক্ত দুই রাজ্যের সিহক্টলে অল্পকাল গতে এতদেশীয় হোসেন । নামক এক সৈন্যাস্যক্ষ আফগানজাতি অধিকার করিয়াছিল, এব০২ ইং ১৭৩৭ বাপ২ ১ ১৪৪ শালে নাদেরশাহ বহু সৈন্য সহকারে আফগানীয় স্থানে তামস মেরজাকে পরাস্ত করিয় নি-হাসন চু্যত পূবুক কান্ধীর নগর অধিকার করিলেন, তাহাতে হোসেন ঐ এক বৎসর ছয় মাস পর্যন্ত যুদ্ধ করিয়া ছিল। পরে নাদেরশাহের মৃত্যু হইলে আহমদ আলি অধিকার
পাতা:সন্দেশাবলি.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।