( 8 ) ফরিয়া এ নগরে রাজধানী করিতে ইচ্ছা করিলে, কিন্তু উiহার এই মানস পূর্ণ না হইয়া কাবোল রাজ্যাধীন হইয়াছে। কাস্কার নগর দিল্লী হইতে কাবোল দিয়া ১০৭১ । আগরা হইতে ১২০৮ এব০২ কলিকাতা হইতে ২০৪৭ ক্রোশ অন্তর। ৮৪ ৷৷ কান্ধীর ll আগর পুদেশে জয়পুর হইতে ৮০ ক্রোশ দক্ষিণ পূৰ্ব দিগে কান্ধার নামে এক নগর আছে, ইহার এক দুর্গ পুায় ৮০ বৎসর হইল, জয়পুরের কোন ২ রাজ কর্তৃক নির্মিত হইয়া স্বাধীন আছে, ইহার চারি দিগে পৰ্বত ও বন তন্নিমিত্তে এতদেশীদের দগম পথ বোস করে। ৮৫ ৷৷ কানপুর ll আলাহাবাদ প্রদেশে গঙ্গার পশ্চিম সীমা বচ্ছিন্ন ও লক্ষ্মণৌ হইতে ৪৯ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে কানপুর নামক এক নগর আছে। এ স্থানে ইesলণ্ডীয়দিগের এক বৃহৎ সৈন্যাগার আছে, ও ইহার ভূমি উৰ্ব্বর। তাহাতে ধান্য, যব, গোধূম, ও ইউরোপীয় নানা প্রকার শাকাদি যথেষ্ট জন্মে, কাৰ্ত্তিক মাসের মধ্য সময়াবধি আষাঢ় মাসের মধ্যম পর্য্যন্ত কদাচিৎ বৃষ্টি হয় এবং এ নগরে এক প্রকার ক্ষুদ্র জাতি ব্যায়ু আছে, ইহার প্রায় সৰ্ব্বদা পঞ্চ বৎসর বয়স্ক শিশু লইয়া প্রস্থান পৰ্ব্বক নষ্ট করে, অপর এ স্থানের যুদ্ধ বিষয়ক অনেক নিদর্শন আছে, ই ১৮০২ বা ১২০৯ শালে অযোধ্যার নবাব কর্তৃক এ নগ রের সহিত আর এক গ্রাম যুক্ত হইয়া তথা বিচার স্থল এব^ রাজস্ব স০২গ্রহ বিষয়ক স্থল নিরূপিত হইয়াছিল। ৮৬ ৷৷ কানfর ll অর্থাৎ কর্ণাট নামে ভারতবর্ষের পশ্চিম দিগে সমুদ্র তীরে এক দেশ আছে, ইহার উত্তর দিগে বিজয়পুর সমৃক্ত মহারাষ্ট্রীয়রাজ্য, দক্ষিণ দিগে মালাৰাঁর দেশ। পূৰ্ব্ব দিগে
পাতা:সন্দেশাবলি.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।