পাতা:সন্দেশাবলি.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8br ) মহিমুর ও বালাঘাট সীমা এবং পশ্চিম দিগে সমূ मु आरक्क। ইহার দীর্ঘতা প্রায় ২০ ০ ক্রোশ ও পুস্থত ৩৫ ক্রোশ হই বেক, এ দেশে বলদ অপুপ্য তন্নিমিত্তে পতিত ভূমি পুস্তুত করিতে কৃষিজীৱি মনুষ্য দ্বারা ব্যায় বাহুল্য হয়, এবং এই ভূমি পুস্থত হইয়া বীজ রোপণে বিলম্ব হইলে যদি পুনৰ্ব্বার বৃষ্টি হয়, তবে তাবৎ নষ্ট হইয়া থাকে, ই ১৭৬৩ ৰাণ ১১৭০ শালের পূৰ্ব্বে এ দেশে হিন্দু জাতির রাজ্য ছিল । পরে হিন্দুর হয়দর আলির নিকট পরাভূত হইলে এই স্থানে জবনাধিকার হইয়া নানা পুকার শ্রমি লোকের বসতি দ্বারা দেশের উন্নতি হইল কিন্তু ই০১লওঁীয়দিগের অধিকারের পূৱ কালে এ স্থানে সবুদ যুদ্ধে হইত, তৎপ্রযুক্ত বসতির অল্পত হইয়াছে, এব^ টিপু সোলতান কর্তৃক এ দেশের অনেক পুপান নগর নষ্ট হই য়াছে, যেহেতুক সে ব্যক্তি অতিশয় যোদ্ধা ছিল ও একবার যুদ্ধে জয়ী হইয় ৬০০০০ হাজার ইংলণ্ডয়েরদিগকে স্কৃত পূৰ্বক মহিলুর দেশে প্রেরিত করিয়াছিল, তন্মধ্যে অত্যন্ত্র পুনি স্বরাজ্যে প্রত্যাগমন করিতে সমর্থ হইয়াছিল, পরে ই ১৭১৯ ৰাণs ১২০৬ শালে এ দেশে ই০২লণ্ডীয়দিগের অধিকার হয়। ৮৭ ৷ কামৰূপ ll আশাম রাজ্যে বুহ্ম পুত্র নদের তাঁর হইতে প্রিম পৰ্বতীয় সীম সচ্ছিন্ন কামরুপ নামে এক পৃষ্ঠদেশ আছে পূৰ্বকালে রাঙ্গানাটী নামক ইহার রাজধানী ছিল, আর গোয় লপাড়া ও কান্ধার চৌকিদ্বারা ইহার সীমা বদ্ধ ছিল, এ দেশের পৰ্বতীয় জল নানা দিগে গমন পূৰ্ব ক বুহ্মপুত্র নদে মিশ্রিত হইয়াছে, এবপ এই নদের তাঁর অবধি পবৃত পর্যন্ত এই দেশ ৪০ ক্রোশ পুস্থ এবং কাস্কার চৌকিইতে বড়নদী পৰ্য্যন্ত