( 8 S ) প্রায় ১০০ ক্রোশ দীর্ঘ হইবেক। অপর ই^ ১২০৪ বা ৬১১ শালে মহমুদৰক্তিযায়থিলজী কর্তৃক এ দেশ আক্রান্ত হইলে তাহার বহু সৈন্য নষ্ট হওয়াতে গমন করিতে হইল, তখপরে বঙ্গ দেশ সম্নকীয় রাঙ্গামাটী ও রঙ্গপুর ও কোচবেহার পুর্ভূতি অনেক নগর কামরূপ রাজ্যাধীন হইয়াছিল। ৮৮ ৷ কারনোল। বালাবাটপৰ্ব্বত সন্নিহিত ও তমুদ্ৰ নদীর দক্ষিণ দিগে কারনেলি নামে এক নগর অাছে। এই স্থানে ই^ ১৭৫২ বা ১১৫১ শালে পাঠান জাতির রাজধানী ছিল, পরে মোগল জাতিরা পরাভব করিলে এমবাসি শাহেবের সৈন্যের সহায়তা দ্বারা নিজাম সলাবতজঙ্গের অধিকার হইল, তখন ইহার দুর্গ মধ্যে ৪০ ০০ ০ হাজার পাছুনি ছিল, তাহারদিগের তাবৎকে খণ্ড ২ করিয়া নষ্ট করিল, ও ইদানীন্তন ইউরোপী য়ের অধিকার পর্তুক কর নিরূপিত করিয়া এক পাস্থানকে প্রদান করিয়াছে । ৮১ ৷৷ কারার ll বিজাপুর রাজ্যে মুরতিজাবাদ সমূক্ত কৃষ্ণ নদীর দক্ষিণ দিগে কারার নামক এক নগর অাছে, ইহার দীর্ঘতা এক ক্রোশ ও প্রস্থতা কিঞ্চিৎ নান হইবেক, এই স্থানে উত্তম বসতি ও বৃহৎ উচ্চ সুগঠিত দুই মন্দির ও এক হউ স্থান ও এক দুর্গ আছে, আর এ নগর অবধি সাতার পর্যন্ত ঘন বসতি ও উৰ্ব্বর ভূমি আছে। ১০। কাৰ্যর ll ভারতবর্ষের দক্ষিণ দিগে অমরাবতী নদীর উত্তর তীরে কারুর নামক এক নগর অাছে। ইহার পশ্চিম দিগে ৪২ ক্রোশ অন্তর ত্রিচীনাপল্লী স্থান, আর অমরাবতীনদী তীরে অনেক 豆
পাতা:সন্দেশাবলি.djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।