পাতা:সন্দেশাবলি.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ q > ) কালিএন ৷ আওরঙ্গাবাদে বোম্বে দেশ হইতে ৩ং ক্রোশ উত্তর পূৰ্বদিগে কালিএন নামে এক নগর আছে, এস্থানে মহারাষ্ট্রীয়দের সহিত জৰন জাতির অনেক যুদ্ধ হওয়াতে ইহার চতুদিগস্থ গ্রাম দুরবস্থা প্রাপ্ত হইয়াছে, কিন্তু এ নগরে অদ্যাপি বসতি আছে, এবণ নারিকেল, বস্ত্র, তৈল, পিত্তল ও মৃত্তিকা পাত্র ইত্যাদি নানা পুকার দ্রব্যের বাণিজ্য হইয়াথাকে এবং এ নগরে দৃষ্টিপাত মাত্রেই ইহার প্রাচীন উন্নতির অবস্থান্তর বোধ হয়, এক্ষণে কোন সামন্য ক্ষুদ্র যৗবানিক নগর ন্যায় হইয়াছে। ১৬ ৷৷ কালাবাগ ॥কাবোল রাজ্যে সিন্ধু নদীর পশ্চিম দিগে ও মুলতান হইতে ১১৬ ক্রোশ উত্তর পশ্চিম দিগে কালাবাগ নামে এক নগর আছে, তথা ঐ নদী অার এক নদীর সহিত মিলিত হইয়া বলহীনা হইয়াছে, অপর এনগর অবধি পেশওয়ার পর্যন্ত পুকুত আফগান জাতির ও নানা জাতির বসতি আছেও এ স্থানের পূৰ্ব দিগে বহুকাল অবধি লবণ জন্মে, ও ফাটকিরি দ্রব্যের বাণিজt দ্বারা এ নগর ধনাঢ্য হইয়াছে, পত্ত্বকালে ঐ লবণ এক টাকার প্রতি ২৫ মোন বিক্রয় হইয়া উষ্ট্র ও বলদ দ্বারা পঞ্জাৰে ও মুলতানে ও কাৰোল রাজ্যাধীন নানা দেশে পুেরিত্ত হইত। ১৭ ॥ कोणद*f ll दिन्द्र नाथ ७ प्रश्धमादान इहरउ १०० ক্রোশ পশ্চিম দিগে কালবৰ্গ নামক এক রাজধানী নগর আছে, ইদানী^ ইহার কোন থ্যাতি নাই, কিন্তু পত্ত্বকালে এ নগর অতি পুসিদ্ধ ছিল, ই^ ১২৯৫ বা ৭০ং শালে আলাউদ্দীন কর্তৃক দক্ষিণ রাজ্য আক্রান্ত হওনকালেএনগরের পূৰ্বাধিকারির