পাতা:সন্দেশাবলি.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & 8 ) একত্র হইয়াছে কিন্তু এ স্থানের দক্ষিণা^শ হইতে উত্তরাণ২শ ১৩। হস্ত নিম্ন ও সমুদ্রে মিলিত হওয়াতে কোড়লর নাম হই য়াছে, আর দক্ষিণা^শের নাম কাবেরী আছে। ১০৩৷৷ কাবেরীপুরম lউত্তরকৈটুির দেশসমুক্ত ওকানো নদী তীরে কাবেরীপুরম নামে এক নগর আছে, এ স্থানে বর্ষ। কালে এই নদীর প্রশস্ত হওয়াতে সু্যেত বলবান হয়, কিন্তু জল নিৰ্ম্মল থাকে, আর নগরের সমুথে নানা পৰ্বত ও নগর মধ্যেপুস্তর ময় সমান ভূমি ও ইহার বহিঃস্থানে প্রায় ১০০ গৃহ তন্মধ্যে অনেক পতিত গৃহ ও বাণিজ্যের ও রাজ কর সx গ্রহের স্থান আছে, এব০২ ঘাট নামক পৰ্বত শ্রেণির উর্দু, ও অধোভাগের মধ্যে কাবেরীপুরম স্থাপিত প্রযুক্ত উভয় স্থানের বাণিজ্য দ্রব্য এই নগরে আইসে, বিশেষতঃ তামুকুট বলদ দ্বারা এ স্থানে আসিয়া থাকে, পূৰ্বকালে কাবেরীপুরম নগ রের এক দুর্গ গৌতমদলি নামক মহারাষ্ট্রীয় এক যোদ্ধ কর্তৃক নির্মিত হয় ও তৎকালে ইহার অধিকারে এই নগরের নিকট বন্তী অনেক গ্রাম ছিল। ১০৪।

  • I{१ी* ll उगकशाभीड्राटन कारदान नारम ७क বৃহৎ দেশ পূশা নামক এক ব্যক্তি কর্তৃক স্থাপিত হইয়াছিল, ইয়াং নগর দুই প্রস্থ মৃত্তিক প্রাচীর দ্বার কঠিন রূপে ৰেষ্টিত আছে, এ দেশের ভূমি দীঘে ২৫০ ও প্রস্থে ১৫০ ক্রোশ হইবেক, উত্তর দিগে কহতুর অর্থাৎ কাফরস্থান। দক্ষিণ দিগে কাস্কার ও বালুল স্থান। পরদিগে সিন্ধু নদী এবং পশ্চিম দিগে হিন্দুকোহ পৰ্বত আছে। কাবোল রাজধানীর দক্ষিণ দিগে ইষ্টক নির্মিত এক লেঃ এব^ শাহকাবোল নামক এক ক্ষুদ্র পকৃত তথা নানা উত্তম