{ ৫ ৬ ) দত স্বরূপ প্রেরণ করিলেন, তাহাতে কাবোলের বাদশাহ তাহার প্রতি ভারাপণ প্রবুক আপন অমাতাকে এ বিষয়ের নিযুক্তি করিতে আজ্ঞা করিলেন, যে যাহাতে আমারদিগের উভয় রাজ্যের কুশল হয়, এমত করহ। তৎপরে এই স্থির হইল, যে যদি পারস্য ও ফ্রান্সীর কাবোলের দিগে আগমন করেন, তবে কাবোল সৈন্যের কোন প্রকারে তাহারদিগকে বহিস্কৃত করিবেক, ও যদি যুদ্ধ করেন, তাহাতে ই লণ্ডীয়রা সাধ্যা নুসারে তাবৎ যুদ্ধ ব্যয় দিবেন এই অঙ্গীকার ছিল। কাবোল নগর দিল্লী হইতে ৮৩১, তাগর হইতে ১৭৬, লক্ষ্মণেী হইতে ১ ১১৮, এব০২ কলিকাতা হক্টতে ১৮১৫ ক্রোশআন্তর । ১০৫ ৷৷ কাসীমবাজার : বঙ্গদেশে মুরশিদাবাদ সন্মুক্ত কালিম বাজার নামে এক বাণিজ্যের স্থল আছে, সে গঙ্গা তীর হইতে প্রায় এক ক্রোশ দক্ষিণ, অপর তাবৎ বঙ্গদেশাপেক্ষ এই নগরে বহু বাণিজ্য হইত, এবণ বহুকাল পর্য্যন্ত ব্যক্ত আছে, যে এ স্থানে উত্তম রেশম জন্মে, তাহার অধিকা-১শ ইউরোপে ওঅবশিষ্টাণ২শ ভারতবর্ষস্থ নানা দিগে প্রেরণ হয়, এ স্থানের গঙ্গার নাম ভাগী রথী নদী তন্নিমিত্তে এ স্থানে গঙ্গার মাহাত্ম্য অধিক, বর্ষাকালে ইহার জল এতাদৃশ বৃদ্ধি হয়, যে তদ্রুপ কদাচিৎ আর কোন স্থানে দৃষ্ট হয় না, কিন্তু ইহার তীরে বালুকাময় ভূমি পুসূক কোন শস্য জন্মে না, পরে শুস্কালে এ নদীর জলের সুসি হও য়াতে তটমধ্যে কেবল পক্ষী চরণ স্থান হইয়া থাকে, এব০২ ইহার উপরি ভাগে নানা মৃগয়া যোগ্য পন্ত আছে, কাসিমবাজারের পশ্চিম দিগে উত্তর অড়ি ও দক্ষিণ আড়ি এই দুষ্ট নামে পুাচীন কালের দিগ নিরূপণ অাছে। ১০৫ ৷৷
পাতা:সন্দেশাবলি.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।