পাতা:সন্দেশাবলি.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Ф. е. ) কিরাত tা অর্থাৎ খাঁরাবতী নামক উত্তর হিন্দুস্থানে এক দেশ অাছে, ইহার উত্তর দিগে হিমালয় পৰ্ব্বত শ্রেণী, দক্ষিণ দিগে মোড়-২ পৰ্ব্বত ও নিবিড় বন, পৰ্ব্ব দিগে ভূতান এব° পশ্চিম দিগে নেপালের কোন অব্যক্ত স্থানের দ্বারা এ দেশ পৃথক হইয়াছে। এ দেশে শানপু ও তৃষ্ণ নামক দুই প্রধান নদী ও দামশা" নামক এক প্রধান নগর অাছে, ই০২ ১৭৬১ বাপ১১৭৬ শালে গুড়থ রাজা ৪ বৎসর যুদ্ধ করণ পূবৃক নেপাল দেশ জয় করিয়া ক্রমে কোচবেহার ও ভীতান দেশের তাবৎ সীমা বচ্ছিন্ন স্থান এবং এই কিরাত দেশ অধিকার করিয়াছিলেন। ইহার পূর্বু কালে এ দেশ স্বাধীন রাজ্য ছিল। ১০৬ ৷ কীৰ্ত্তিপুর lনেপালের পবুতে পেটু হইতে ৩ ক্রোশ পশ্চিম দিগে কীর্তিপুর নামক এক নগর আছে, এ স্থান পৃথ্বী নারায়ণ রাজার অধিকার হওয়াতে পেটু স্থানভুক্ত হইয়। ছিল, কথিত আছে, যে পূৰ্বকালে এই নগরে এক স্বাধীন রাজার রাজ্য সময়ে ৬০০০ হাজার গৃহস্থ ছিল, ক্রমে তাহার ইসি হইয়। ইদানী" ক্ষুদ্র ও অগণ্য স্থান হইয়াছে। ই^ ১৭৬৮ বা ১১৭৫ শুলে এ নগরে পৃথ্বীনারায়ণ রাজার অধিকার হয়, ইহার পত্ত্বে এই নগরস্থ তাবৎ লোক এই রাজার সহিত অধিক কালাবধি যুদ্ধ করিয়াছিল, কিন্তু এ রাজা জয়ী হইয়া ক্রোধ ক্রমে নগরস্থ পুরুষ ও স্ত্রী তাবতের নাসিক ও ওষ্ঠ চ্ছেদন করিতে ও নাককাট নগর নাম থ্যাত করিতে আজ্ঞা করিয়াছিল, ইহার ২৩ বৎসর গতে ই^লণ্ডীয় দূত নেপালে গিয়া ঐ অর হীন প্রাচীনাবস্থা পুাপ্ত অনেক লোককে দেখিয়াছিল । ১০৭ ৷৷ তু