পাতা:সন্দেশাবলি.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Фъ- ) কুণ্ডল ॥ সঙ্গ দেশে ত্রিপুরা সমুক্ত ও ঢাকা হইতে ৭৪ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে কুণ্ডল নামে এক নগর অাছে, ইহার নিকটস্থ তাবৎ গ্রামে কেবল বন তাহাতে নানা প্রকার ৰন্য পশু থাকে, বিশেষতঃ এ বনে উত্তম হস্তী জন্মে, কিন্তু চট্ট গ্রামীয় হস্থির তুল্য এ হস্তির মূল্য নহে। ১০৮। কুমাউন ll উত্তর হিন্দুস্থানে কুমাউন নামে এক দেশ আছে, ইহার পবৃতোপরিস্থ ভূমিতে নেপালের অধিকার, ও তাহার নিয়ু ভূমিতে ই ১৮০১ বা ১২০৮শালে অযোধ্যার নবাব কর্তৃক দত্ত ইলেণ্ডায়েরদিগের অধিকার আছে, এ দেশে গোমতী, গরুড়গঙ্গা, বাড়ন ও কৌশল। এই চারি ক্ষুদ্র নদী আছে, ই• ১৭১১ বা ১১১৮ শালের পত্ত্বকালে ইহার পর্বতীয় স্থান নেপালীয়ের জয় করিয়াছিল, ই-২ ১৮০৮ বাপ ১২১৫ শালে এই দেশাধিপতি রামপুর নামক স্থানে ই-২লন্তীয় সম্নকে রাজস্ব স^গ্রহকারির সহকারী কর্মেনিযুক্ত হইয়াছিল। ১০১। কুমারখালি বঙ্গ দেশে রাসাল সমৃক্ত ও মুরশিদ বাদ হইতে ৬৪ ক্রোশ দক্ষিণ পৰ্ব দিগে কুমারখালি নামে এক নগর অাছে, এ স্থানে বহুকাল পর্য্যন্ত ইংলণ্ডীয়েরদিগের রেশম পুসুত করণের এক বাণিজ্যাগার ছিল । ১১০ ৷৷ কৃপা । বালাঘাট পৰ্ব্বত শ্রেণীর সীমাবচ্ছিন্ন ও ইহার উত্তর দিগে কৃপা নামক রাজধানী এক নগর অাছে, তথা বহু চিনি ও গুড় জন্মে, অপর দক্ষিণ দেশীয় রাজ্য ধূ"শ হইলে এই নগরে বহুকাল পর্য্যস্ত এক স্বাধীন পাঠান জাতির বসতি ছিল, ও এই নগর মন্দিরাজের অধীন হইলে বালাঘাট দুই খণ্ডে বিভক্ত হইয়াছিল, অর্থাৎ পূৰ্ব্বদিগে কৃপা ও পশ্চিম দিগে