পাতা:সন্দেশাবলি.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( d. S ) . বেলারি নগর ছিল, এই কৃপা নগর মন্দিরাজ হইতে ১৫০, ঐরঙ্গপত্তন হইতে ২২০, এব^ হয়দরাবাদ হইতে ২৩০ s ক্রোশ অন্তর। ১ ১ ১ | o কৃষ্ণনগর lা বঙ্গদেশে জলঙ্গি নদীর দক্ষিণ পূর্ব দিলে কৃষ্ণনগর নামে এক নগর অাছে, এই নগর কলিকাতা হইতে ৬২ ক্রোশ উত্তর । ১১২ ৷৷ কৃষ্ণনগর lআজমের প্রদেশে ও আজমের নগর হইতে ১৩ ক্রোশ দক্ষিণ পূৰ্ব্বদিগে কৃষ্ণনগর নামে এক নগর আছে, এই নগরে আজমেরের নিকটস্থ কএক ক্ষুদ্র গ্রামের স্বাধীন রাজধানী ছিল, এবং তৎকালে ৪০০০০০ টাকা ইহার উপস্বত্ব উৎপন্ন হইত, এবং এ নগরের রাজার পুত্র, পৌত্র ও জ্ঞাতি প্রভৃতি প্রায় ৫০০০ গৃহস্থ ছিল, তাহারদিগের ভরণপোষণ ও বিবাহ রাজ ব্যয় দ্বার সমুন্ন হইত, এব^ তাহারা ইহার প্রত্যুপকার স্বরূপ রাজার পক্ষ হইয় শত্র হইতে নগর রক্ষা করিত, অপর এই রাজা রাজপুত দেশীয় রোহুতাশ জাতি, কিন্তু এ নগরে বট জাতি ও অনেক আছে, তাহার কৃষি কৰ্ম্ম করে। ১১৩। "l it বিজাপুর প্রদেশে পশ্চিম ঘাট নামক মঞ্চ, শ্রেণীতে ও শাতারার নিকট এব০২ হিন্দুস্থানের পশ্চিম সমুদ্রের তাঁর হইতে ৫১ ক্রোশ অন্তরে কৃষ্ণানদী আরম্ভ হইয়। দক্ষিণ পশ্চিম দিগে গমন পূৰ্ব্বক মরিচ স্থান দিয়া অর্ণ নদীতে যুক্ত হইয়া পূৰ্ব্ব দিগে মানপুর, গতপুরবা, ভীমা, ও তমুদ্র নদীতে একত্র হইয়। বঙ্গ দেশের মোহনাতে বাহুল্য রূপে গমন করিয়াছে, ইহার তাবৎ বক্রতার পরিমাণ ৬৫০ ক্রোশ হই বেক। ঐ ঘাট নামক পৰ্ব্বতের নানা নিৰ্বর নিয়ে পতিত হইয়