পাতা:সন্দেশাবলি.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७० ) একত্র হওয়াতে অর্ণ নদী হইয়াছে, ই২ ১৩১০ বাণ২ ৭ ১৭ শালে কাফুর নামক এক ব্যক্তির যাবনীক সৈন্যেরা কর্ণাটের বলুালদেওএর পুরসমুদ্র নামক রাজধানীর বিপক্ষে এ নদী পারে গমন করিয়াছিল। ১১৪ ৷৷ কী৷ হাক্তিকেন প্রদেশে লিঙ্গু নদীর পশ্চিম দিগে আফগান জাতির এক নগর অাছে, তাহার নাম কৃষ্ণ, এই নগর মুলতান হইতে দক্ষিণ পশ্চিম দিগে ১২০ ক্রোশ অন্তর। ১১৫ ৷৷ কেদারনাথ !! শ্রীনগর প্রদেশে বৈদ্যনাথ হইতে পশ্চিম উত্তর দিগে কেদারনাথ নামে এক তীর্থ স্থান আছে, ইহার মধ্য স্থানের পর্বতে শিশির পতিত হয়, তন্নিমিত্তে তীর্থ যাত্রির জোসিমথ দিয়া গমন করে, তত্ৰাপি কোন ২ স্থান দিয়৷ গমন রুদ্ধ হয়, যেহেতুক সে পথে ও অনেক দূর পর্যন্ত শিশির অাছে, তাহাতে কেদারনাথে কোন যাত্রি দুই দিবসের অধিক বাস করে না, এবণ এই স্থান হইতে বহির্গমন পূৰ্ব্বক বৈদ্য নাথে আগমন করিয়া পরে নন্দ প্রয়াগে ও কর্ণপ্রয়াগে ভূমণ করে । ১১৬ ৷৷ কেন 11 মালৰে অৰ্থাৎ মালোয় দেশে বিন্ধ্য পৰ্ব্বতের উত্তর দিগে কেননদী আরম্ভ হইয়া প্রায় ২৫০ ক্রোশ বক্র গমন পূর্বক কড়া নামক স্থানে যমুনাতে পতিত হইতেছে। ১১৭ ৷৷ কেম্বে অর্থাৎ কম্বোজ ॥ গুজরাট প্রদেশে কয়ে মোহনার উপরি ভাগে কেম্বে নামে এক নগর আছে, ইহার এই মোহনার জল জোয়ার কালে অতি বেগে গমন পূৰ্ব্বক ২৬ হস্ত উদ্ধ হয়, তখন লোকের জাহাজ দ্বারা এ নগরের নিকটে গমনাগমন করে, কিন্তু ভাটা সময়ে মোহনার জল