পাতা:সন্দেশাবলি.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( b > ) একেবারে শুধু হইয়। মৃত্তিক দৃষ্ট হয়। অপর অহমদাবাদ নামক গুজরাটের স্বাধীন রাজধানীর উন্নতি হইলে কেম্বে নগর ধনাঢ্য ছিল, কিন্তু ত্বরায় তাহার পতন হইল, পৰ্ব্বকালে এ স্থান হইতে বহুমূল্য প্রস্তর, ও হস্তিদন্ত চীন দেশে এব০২ তুলা ও শস্য বোম্বে দেশে বিক্রয়ার্থে প্রেরিত হইত, আর গুজরাট দেশের ন্যায় তাবৎ দ্রব্য এ স্থানে উপস্থিত থাকিত। ই• ১২১৭ বা ৭০৪ শালে আলাউদ্দীন বাদশাহের রাজ্য কালে কেম্বে নগরে অত্যাচার পর্বক জবনাধিকার হয়, তাহাতে গুজরাট দেশের অনেকানেক গ্রামের লোকেরা ভীত হইয়া ভূমি খনন করিয়া তন্মধ্যে গৃহ নিৰ্মাণ পূবুক স্ব ২ ধন, পরিবার ও গৃহবিগ্ল সহিত বাস করিয়াছিল, ইহার এক মন্দিরে অদ্যাপি দুই বৃহৎ মূৰ্ত্তি আছে, তাহার শ্বেতবর্ণ মূৰ্ত্তির নাম পারসনাথ, আর কৃষ্ণ বর্ণ মূৰ্ত্তিতে পূবৃেক্তি মূৰ্ত্তি স্থাপিত কারি দুই ব্যক্তির নামাঙ্কিত আছে, কেম্বে নগর বোস্থে হইতে ২৮১, দিল্লী হইতে ৬ ১৩ এব০২ কলিকাতা হইতে ১২৫৩ ক্রোশ অন্তর । ১১৮ ৷৷ কের ৷ আওরঙ্গাবাদ প্রদেশে গোদাবরী নদীর দক্ষিণ তীরে প্রাচীর বদ্ধ কের নামক এক নগর অাছে। ১১১ ৷৷ কৈম্বিটুর ll ভারতবর্ষের দক্ষিণ দিগে ঘাট নামক পৰ্ব্বত শ্রেণীর উপরিভাগে উত্তর ও দক্ষিণ এই দুই খণ্ডে বিভক্ত কৈম্বি টুর নামে এক বৃহৎ দেশ আছে। ইহার উত্তর দিগে মহীসুর দেশ, দক্ষিণ দিগে ডিণ্ডিগল, পৰ দিগে শালেম ও কৃষ্ণগিরি এবণ পশ্চিম দিগে মালাবার দেশ আছে, পৰ্ব্বকালে উত্তর কৈম্বি টুরে যথেষ্ট শস্যোৎপন্ন হইত, কিন্তু ইদানী" প্রায় তাবৎ ভূমি নষ্ট হইয়াছে, বর্ষকালে এ স্থানের পানার নদীতে অনেক