( ჯ, 5 ) কোচবেহার বঙ্গ দেশে কোচবেহার নামক এক দেশ আছে, ইহার চতুৰ্দিগস্থ ১৩০২ ক্রোশ পরিমিত ভূমি, ইহার উত্তর দিগে ভূতানের পৰ্বত, দক্ষিণ দিগে রঙ্গপুর, পূৰ্ব দিগে ভতনি ও রাজামাটী, এবং পশ্চিম দিগে ও রঙ্গপুর নগর ੋ। ইস ১৬৬১ বা ১০৬৮ শালে মীরজুমলা এ দেশ জয় করিয়া আলমগীর নগর নাম রাথিয়াছিল, পরে আল্ল কালের মধ্যে এ নাম লুপ্ত হইল, আর যবন জাতির স্বাভাবিক সবুদ উন্মত্তত প্রযুক্ত নানা অত্যাচার পূর্বুক সকল হিন্দু দেবী লয় নষ্ট করিয়া এ দেশের রাজপুত্রকে স্বধৰ্ম্মাক্রান্ত করিয়াছিল, তথপরে ১০ ০০ ০০০ টাকা সামৃৎসরিক কর নির্ধারিত করিয়া আশাম দেশের যুদ্ধে পরাভূত হইল। ই ১৭৬৫ বা ১১৭২ শালে কোচবেহার দেশে ই০১লণ্ডীয়েরদিগের অধিকার হইল, কিন্তু ই ১৭৭২ বা ১১৭১ শালের পূর্বুকাল পর্যন্ত ইহার দিগের অমনোযোগ হেতুক ভূতানের রাজা যুদ্ধ দ্বারা এ দেশ অধিকার করিয়াছিল, পরে ই-sলণ্ডীয়ের পুনযুদ্ধ দ্বার সাহাকে বহিস্কৃত করলেন, তাহতে ঐ রাজা ভীত হইয়া তিবৃত দেশীয় রাজার আশ্রয় গ্রহণ করিল তৎপরে সন্ধি হইল। ১২২ ৷৷ কোচিন ॥ মালাবার দেশের সমুদ্র তীরে ও কুমারী আন্তরীপ হইতে ১০৭ ক্রোশ উত্তর পশ্চিম দিগে কোচিন নামক এক রাজধানী নগর হিন্দুস্থানে কাচাবন্দর নামে পুসিদ্ধ আছে, সুরাষ্ট্র ও বোম্বে, ও মালাবার ও কর্ণাট ও চীন দেশেতে এবপ২ পবুদিগস্থ উপদ্বীপ ইত্যাদিতে এ রাজ্যের গোলমরিচ, এলাইচ, সেগুণকাষ্ঠ, চন্দনকাষ্ঠ, নারিকেলও রস ইত্যাদি প্রেরিত হইয়। তদেশ হইতে বাদাম, খৰ্জ্জর, আরব্য, গোদ, আফিম, কপর,
পাতা:সন্দেশাবলি.djvu/৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।