পাতা:সন্দেশাবলি.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( b8 ) দারচিনি, চী, মিছরি, কুন্দুরু, তুলা, রেশমবস্ত্র, শাল ও মুক্ত আনিত হইত এবং কোচিনের উত্তর দিগের সমুদ্রে তাবৎ জাহাজ নিরুদ্বেগে নঙ্গর করিয়া থাকে ই^ ১৫০৩ বাণ ১১০ শালে আলবকাক নামক এক ব্যক্তি পোর্তুগীস জাতি কোটিনে এক দুর্গ নির্মাণ করিতে অনুমতি পুপ্তি হইয়া সেই কালে এ নগর প্রথম অধিকার করিয়াছিল। ইণ২ ১৬৬৩ বাণ ১০৭০ শালে ওলন্দাজের এই নগর প্রাপ্ত হইল, তাহাতে পোতুর্গসের দিগের দেবালয়ে ইহার এক বাণিজ্যাগার করিল, এব০২ ইহার দিগের রাজ্য কালে এ নগরে হিন্দু ও যবন ও য়িহুদি জাতির বসতি ছিল। ১ ২ ৩ ৷৷ কোচিনচীন |1 ভারত বর্ষের গঙ্গাতীত স্থানে কোচিন চীন নামক এক গ্রাম শাছে, ইহার উত্তর দিগে টস কুইন দেশ, দক্ষিণ দিগে দিয়ায় দেশ, পৰ্ব দিগে চীন দেশীয় সমুদ্র এনপশ্চিম দিগে লাএল ও কম্বিড়ির নামক দেশ অাছে, ইss ১৬১২ বা ২ ১০ ১১ শালে এ রাজ্যের চতুদিগে ১৫ ০০ ০ হাজার ক্রোশ ভূমি পরিমাণ হয়, ঈস্থার তাবৎ নগর ও গ্রাম পৰ্বত দ্বারা পরল্পর পৃথক আছে, এবং ইহার নিযু ভূমিতে ধান, গুবাক, তাম্বল তামুকুট, দারচিনি, মিছরি, ও ফুল জন্মে, এবশ পৰ্বতীয় লোক দ্বার স্বর্ণরেতঃ ক্ষঙ্গি লাকাষ্ঠ, গোল মরিচ, মোম, মধু ও হস্তিদন্ত এ দেশে আইসে, অপর ইউরো পীয় শকারম্ভাবধি কএক বৎসর পর্যন্ত কোচিনচ’ন রাজ্যের কোন আগশ চীন দেশাধীন ছিল, তন্নিমিত্ত্বে ই হারদিগের স্বাহার ব্যবহার ও শাস্ত্র তাবৎ চীন দেশের ন্যায় অনেক বোধ হয়, অর্থাৎ চীন দেশীয় স্ত্ৰীৰ ন্যায় এতদেশীয় স্ত্রীর ক্ষেত্র কর্ম