পাতা:সন্দেশাবলি.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( و ن ) প্রস্তুর নিৰ্ম্মিত এক দুর্গ অাছে, তথা আওরঙ্গজেব বাদশাহের কাসিম খুঁ নামক সেনাপতি কর্তৃক জবন জাতির প্রথম বসত্তি হইয়াছিল। ১২৬ ৷৷ কোবরাগড় Il গণ্ডয়ান রাজ্য হইতে কোবরাগড় নামে এক ক্ষুদ্রানদী রাইগড়দিয়া গমন পূবুক বামগঙ্গাতে পতিত হইতেছে। ১২৭ ৷৷ ক্ষীরপায়ী ॥বঙ্গ দেশে বর্ধমান সমৃক্ত এবs কলি কাতা হইতে ৫০ ক্রোশ উত্তর পূৰ্ব্ব দিগে ক্ষীরপায়ী নামে এক নগর : তা:ছ, এই নগরে ই^লওঁীয়েরদের এক বাণিজ্যাগার ছিল। ১২১ ৷৷ ক্ষীরা। হিমালয় পৰ্বতের উত্তর তীবৃত রাজ্যে ক্ষীরা নামক এক নগর আছে পূৰ্বকালে এই নগর বৃহৎ ছিল, কিন্তু এইক্ষণে অতি ক্ষুদ্র হইয়াছে ই০২ ১৭১০ বাণ২ ১১১৭ শলের পূৰ্বে কালাস্তগপা তাতার জাতির এই নগর ও জুঙ্গেলের উত্তর দিগস্থ নগর আক্রমণ পূর্বুক প্রায় তাবৎ নষ্ট করিয়া ছিল। ১২৮ ৷৷ কালপুরী ৷ দিল্লী রাজ্যে কুমাউন পৰ্বত দ্বার উত্তর সীমা বন্ধ ক্ষীলপুরী নামে এক ক্ষুদ্র নগর আছে, ইহার ভূমি উবুর কিন্তু স্থানে ২ বৃহৎ বন আছে, ই ১৮০১ বা ১২০৮ শালে অযোধ্যার নবাব কর্তৃক এই নগর ইsলগুয়গণের প্রতি অপিত হয়, এবণ আইন আকবরীতে ব্যক্ত আছে, যে পূৰ্বে এই নগর সম্বলপুরের অধীন ছিল। 〉○o |