পাতা:সন্দেশাবলি.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ , , ) হইবেক, ও ইহার তাবৎ বক্র গমন শুদ্ধ দীর্ঘ ১৫০০ ক্রোশ পরিমাণ হইয়াছে। ১৩৮ ৷ গঙ্গোত্তর lশ্রীনগর প্রদেশে হিমালয় পৰ্ব্বত মধ্যে গঙ্গোন্তরী নামক এক পুসিদ্ধ স্থান আছে, তথা গঙ্গার পুয়ি ৪০ হস্ত পুস্থ পরিমাণ হইবে, কিন্তু স্রোত পুবল নহে, এবং জল ও কটিদেশের উদ্ধ হইবেক না, আর ইহার দুই ক্রোশ অগ্রভাগে গোমুখী আছে, অর্থাৎ এই নদীর মধ্যস্থলের জল হইতে কিঞ্চিৎ উদ্ধ এক বৃহৎ পুস্তর আছে, তাহার উভয় পাশ্বে জলের গতি দ্বারা গোমুখ স্বরূপ দৃষ্ট হয়, এ জন্যে ঐ স্থানের নাম গোমুখী হইয়াছে, এই গোমুখী উত্তর পদ গামিনী ও ইহার তীরের উপর এক মন্দির মধ্যে ভাগীরথীর মূৰ্ত্তি আছে, তভিন্ন ব্রহ্মকুণ্ড, বিষ্ণুকুণ্ড, ও সূর্য্যকুণ্ড, এইং তীর্থেযাত্রিরা স্নান করে, ই-২ ১৮০৮ বাণ ১২ ১৫ শালে লেফটেন ওএবের সৈন্যেরা গঙ্গোত্তরীর ১৮ ক্রোশ অন্তরে দুর্গম পথ পুফুক্ত আর অধিক দূর গমন করিতে অক্ষম হইরাছিল, তীর্থ যাত্রিরা ব্যক্ত করে, যে গঙ্গোত্তরী হইতে অল্প দূর পর্যন্ত গম পথ আছে, তৎপরে এতাদৃশ হিমময় যে সু্যেত জল বদ্ধ হইয়াছে, ও তথা কেহ কথন গমন কবিতে সমর্থ হয় নাই, অপর এই গঙ্গোন্তরীর পর্বতে ভুজ বৃক্ষ ভিন্ন আর কোন বৃক্ষ নাই। ১৩১ ৷ গড়ওয়াল। উত্তর হিন্দুস্থানে শ্রীনগর সমৃক্ত গড়ও য়াল নামে এক নগর আছে ইহার উত্তর দিগে তিবৃত দেশ দিয়া হিমালয় পৰ্ব্বত, পৰ্ব্ব দিগে কুমাউন পৰ্ব্বত অবধি নানা ক্ষুদ্র পৰ্ব্বত, ও দক্ষিণ দিগে দিল্লী ও সেওয়ালি পৰ্বত, এব^ পশ্চিম দিগে শতক্ৰ নদী, তদ্ভিন্ন এ নগরের নানা দিগে নান পৰ্বতীয়