পাতা:সন্দেশাবলি.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ १.' ) গ্রাম, তাহার কোন স্থান বৃক্ষময় ও কোন স্থান কেবল প্রস্তর ময় আছে, কিন্তু পুবুদিগের এক বৃহৎবনে ক্ষুদ্র জাতি হস্তী জন্মে, আর নগরের কোন পথ উত্তম নহে, সুতরা বলদ ও পদ তিকের কেবল গমনাগমনে সক্ষম হয়, ও ইহার আল্লা-১শ ভূমিতে শস্য জন্মে, ও বসতি আছে, আর এ স্থানের গঙ্গার মাহাত্ম্যাধিক্য পুফুক্ত বৎসর ২ অনেক তীর্থ যাত্রির আগমন করে, ই-২ ১৮০৩ বা ১২১০ শালে গোরথ রাজা কর্তৃক এ নগর জীত হইলে, এ স্থানের রাজা নষ্ট হওয়াতে তৎপরিবারের। পলায়ন করিল, ই• ১৮১৪ বাণ ১২.২১ শালে ই০১লণ্ডীয় দিগের অধিকার হইলে ঐ রাজপরিবারদিগকে ইহার এনগরের কিয়দ৭২শ দান কয়িয়াছেন। ১৪০ ৷৷ গড়া ৷ মালোয় দেশে গড়ামান্দাল স্থান সমূক্ত ও নাগপুর হইতে ১৪০ ক্রোশ উত্তর পূৰ্ব্ব দিগে গড়া নামক এক নগর আছে, এ স্থানে পূৰ্ব্বকালে বালাশাহি নামক এক পুকার অপকৃষ্ট মুদ্র নির্মাণাগার ছিল, ও সে মুদ্র বন্দেল খণ্ডের চলিত। ১৪ ১ ॥ গষ্টুর II উত্তর সরকার প্রদেশে গষ্ট্রর নামে এক দেশ আছে, ইহার পশ্চিম দিগের পঞ্চত ভিন্ন চত্তদিগের ভূমি পুীয় ২৫০০ ক্রোশ হইবেক, এ দেশের পুধান নগরের নাম গণ্টত কাস্কার, বিলমকান্দ, ও নিজাপাটাম, গন্টুর দেশের উত্তর সীমা কৃষ্ণাদনা এই নদীর দ্বারা এ দেশ কান্দাপিলি হইতে পৃথক হইয়াছে, ব্যক্ত আছে, যে পৰ্ব্বকালে এ স্থানে যথেষ্ট হীরক জন্মিয়াছে, পরন্তু ই^ ১৭১৫ বা- ১২০২ শালে উত্তর সরকার নামক মোগলের রাজ্য লার্ড কুইব অধিকার করিয়া