পাতা:সন্দেশাবলি.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( а с ) গয়া৷ বাহার দেশে পাটনা হইতে ৫৫ ক্রোশ দক্ষিণে নয় নামক এক নগর অাছে, এ নগরে বৌদ্ধ অবতারের জন্ম হইয়াছিল, তাহাতে বৌদ্ধ গয়া নাম হইয়াছে, ও এই তথ স্থানে প্রতি বৎসর ১৬০০০০ টাকা উপস্বত্ব অনায়াসে ইংলণ্ডী য়ের পুপ্তি হইয়াছে, ও এনগরের ১৪ ক্রোশ উত্তর দিগ্বন্তী এক পৰ্বত মধ্যে নাগরজিনি নামক এক পুসিদ্ধ গঙ্গুর আছে, তাহাতে সমুদয় এক পুস্তরের খোদিত বাদামি আকৃতি এক কুঠুরীর মধ্যে দুই পুস্থর অঙ্কিত আছে, কিন্তু তাহাতে কোন শৰু নাই, মেণ২ উইলকিনসনের এসিএটীক পুস্তকে ইহার বিশেষ ব্যক্ত আছে । ১৩৫ ৷৷ গা-পুর ll গণ্ডওয়ানা রাজ্যে গাণপুর নামে এক নগর আছে, ইহার উত্তর দিগে বাহার দেশীয় ছোটনাগপুর, ও ইহার তার ২ স্থানে পৰ্ব্বত প্রযুক্ত কোন শস্য জন্মে না, আর এ স্থানে শঙ্খ নদী আছে, অপর মোগল দিগের রাজ্য কালে এই গাণ২পুর নগর আলোহাবাদের অধীন ছিল। ১৩৬ ৷৷ গাজিপুর ll আলাহাবাদ প্রদেশে গাজিপুর নামে এক গ্রাম আছে, ইহার উত্তর দিগে গগর নদী, দক্ষিণ দিগে গঙ্গা, পূৰ্ব্ব দিগে ও গগরা, এবং পশ্চিম দিগে জৈনপুর, এ গ্রামে জলকষ্ট নাই, ও ইহার যে উর্বর ভূমি তাহাতে নানা শস্য জন্মে, আর এ স্থানে গোলাব জল অতি প্রসিদ্ধ রূপ প্রস্তুত হইয়া থাকে। ১৩৭ ৷৷ গাঞ্জাম ll উত্তরসরকারে গাঞ্জাম নামে এক নগর অাছে, তত্রস্থ যে এক উত্তম দুর্গ সে সুসজ্জিত হইলে, অনেক যুদ্ধ করণ যোগ্য হইতে পারে, এ নগরের নিকটস্থ গ্রামে গুড় ও