( १७ ) চিনি প্রস্তুত হইত, কিন্তু ইহার উত্তর দিগ নিমু ভূমি প্রযুক্ত বর্ষাকালে জলে মগ্ন হয়, ই০১ ১৮০৪ বাণ ১২ ১১ শালে ই০২ লণ্ডীয়রা এ নগরে রাজকর্মের নীতি প্রকাশ করিয়াছে। ১৩৮ ৷৷ গারে ৷ বঙ্গদেশের উত্তর পদ্ৰ দিগে ই^লণ্ডীয়ের দিগের অধিকারস্থ কোন পৰ্ব্বতোপরি গারে নামক এক দেশ আছে, ইহার উত্তর দিগে রাঙ্গামাটী, ও পূৰ্ব্ব দিগে অাশাম দেশ, কিন্তু ইহার প্রকৃত সীমা যথার্থ রূপে কথন নিশ্চয় হয় নাই, ব্যক্ত আছে, যে ইহার প্রধান নগরের নাম ঘোষগাণ২ তথ। উত্তম বসতি আছে, ও তথাকার ভূমি উন্দ্ররা, আর নাতি ও মহর্ষি, ও সোমেশ্বরী ও মহাদেব নামে চারি প্রধান নদী অাছে, তাহার দিগের তীরস্থ মৃত্তিকাতে বালুক ও প্রস্তর ও লৌহ ধাতু অাছে, এবণ২ মহাদেব নদীতে এক প্রকার অঙ্গার অাছে, তাহার তৈল দ্বারা পৰ্ব্বতীয় লোক দিগের শূিত্র প্রভৃতি রোগ শান্তি হয়, এ দেশের লোকের দীর্ঘকায় ও বলবান, ও পরিশ্রমী অথচ কর্মিষ্ঠ হইয় থাকে, কিন্তু ইহারদিগের কাফরি জাতির ন্যায় কর্কশ দৃষ্টি, নিঘু নাসিক, ক্ষুদ্র চক্ষু, ললিত ললাট, উচ্চ ভূ বিস্কৃত বদন স্থল ওষ্ঠ, এৰ গোল মুণ্ড, আর স্ত্রীদিগের পুরুষস্বভাব, অধিক বল, খৰ্ব্ব ও কুৎসিতাবয়ব হইয় থাকে, এবং তাবৎ পরিশ্রমের কৰ্ম্মকরে, ও তদেশস্থ লোক দিগের খাদ্যাথাদ্য বিবেচনা নাই, অর্থাৎ কুক্কুর, সপ ভেক প্রভৃতি ভক্ষণ ও মদ্য পান করে, অথচ চন্দ্র সূর্য ও মহাদেব পূজাও করিয়া থাকে, আর ইহার দিগের বিবাহ কালে উভয় পক্ষের মধ্যস্থ দ্বারা কিম্বা ৰত্ন ও কন্যার পিতা মাতা কর্তৃক সমৃদ্ধ স্থির হয়, কিন্তু তাহাতে যদ্যপি কোন ব্যক্তি অসম্মত হয়, তবে ভিন্ন পক্ষের আত্মীয় বগ অথবা অন্য
পাতা:সন্দেশাবলি.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।