পাতা:সন্দেশাবলি.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( b~० ) হইল, ও আওরঙ্গজেব বাদশাহের পরলোক হইলে ই০২ ১৮০৭ ৰা^ ১২১৪ শালে মহারাষ্ট্ৰীয়েরদের অধিকার ছিল, কিন্তু ইদানীপ২ ই০২লণ্ডীয়দিগের অধিকার হইয়াছে । ১৪২ ৷৷ ভমসর ll উত্তর সরকারের উত্তর পশ্চিম সীমাবচ্ছিন্ন ও গাঞ্জাম হইতে ৪৩ ক্রোশ উত্তর পশ্চিম বৰ্ত্তী গুমসর নামক এক নগর অাছে, ইহার নিকট এতাদৃশ নিবিড় বন যে তাহার চ্ছেদ করণ দুঃসাধ্য হয়, এই নগর ভারতবর্ষের তাবৎ স্থানাপেক্ষায় উষ্ণ স্থান, ও এ নগরে সূর্যের উত্তাপ অতিশয় বোধ হয়, ই ১৭ ৫৭ বা ১১৬৪ শালে এম বাসির সাত জন যোদ্ধা এ স্থানে পীড়িত হইয়া একদাকাল পুপ্তি হইয়াছিল। ১৪৩৷৷ গোকৰ্ণ II উত্তর কর্ণাটে গোকৰ্ণ নামে এক নগর অাছে, তাহাতে ৫০০ গৃহস্থ লোক বসতি করে, ইহার মধ্যে ১৫০ স্বর ব্রাহ্মণ জাতি, আর এ নগরের স্থানে ২ তাল ও নারিকেল বৃক্ষ আছে, এবণ মহাবলীশ্বর নামক এক মৰ্ত্তি আছে, তন্নি মিত্তে বুস্কিণের এ নগরের পুতি যথেষ্ট শ্রদ্ধ করে, ইহার ছয় ক্রোশ উত্তর গঙ্গাবলি নামক এক জলাশয় আছে, হিন্দু ভূগোল বেত্তারা তাহাকে হৈযগ ও হৈৰ বলে, এই গঙ্গাবলিদ্বার। এ নগর কঙ্কন হইতে পৃথক হইয়াছে অপর এ নগরে যে লৰণ জন্মে, সে অপকৃষ্ট। ১৪৪ ৷ গোমতী ॥ কুমাইউন পৰ্ব্বত হইতে গোমতী নাম্বী নদী আরান্ত হইয়া দক্ষিণ পূর্ব দিগে গমন পূৰ্ব্বক লক্ষ্মেীনগর ও জৈনপুর দিয়া কাশীর নিকটে গঙ্গাতে মিলিত হইয়াছে, এ নদী অতিশয় বক্রভাবে গমন করিয়াছে। ১৪৫ ৷৷