পাতা:সন্দেশাবলি.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( b > リ গোয়৷ বিজাপুর প্রদেশে পোতুগীসদিগের অধি কারস্থ গোয় নামক রাজধানী এক নগর তভিন্ন আর ও এক গোয় নগর অাছে, তাহার বিশেষ এই যে প্রাচীন গোয়া নগর তদেশস্থ নদীহইতে ৮ ক্রোশ অন্তর, তথা অনেক নিদয় লোকের বসতি ও সে স্থান অতি পীড়াদায়ক, অতএব পোর্ত গ্রীসের তথা কার বসতি পরিত্যাগ করিয়াছিল, কিন্তু সে স্থানে যে উত্তম দেবালয় ও গৃহ আছে, তদ্রুপ ইউরোপীয়রা কোন স্থানে নির্মাণ করিতে পারেন নাই, আর নতন যে গোয়া নগর সে ঐ নদীর সম্মুখে স্থাপিত আছে, তথা পোতু গীসের বাস কয়ে, ই ১৪ ৬১ বাণ ৮৭৬ শীলে দক্ষিণ দেশীয় ভামিনী রাজা ৰিজা নগ রের হিন্দু রাজাকে পরাস্ত করত এই নগর অধিকার করিয়া ছিল, পরে ই ১৫১০ বা ১১৩ শালে আলবককের অধি কার হইলে এ স্থান উত্তম রূপে বন্ধ করাতে পোর্ত গ্রীসেরদের রাজধানী নগর হইল, ই২ ১৫ ১৮ বা ১২৫ শাল পর্যন্ত ইহা উন্নতি হইয়াছিল, কিন্তু পোর্তুগীসদিগের অতিশয় দৌরাত্ম্য দ্বারা ক্রমশঃ সুসি হইতে লাগিল, এ নগর পুণ্য গ্রাম হইতে ২৩৫ ক্রোশ বোম্বে হইতে ২১ং ক্রোশ দিল্পী হইতে ১১৫৮ ক্রোশ এবং কলিকাতা হইতে ১৩০০ ক্রোশ অন্তর । ১৮১ ৷৷ গোয়ালপাড়া ॥ বন্ধপুত্র নদের দক্ষিণ দিগে এবপ২ আশাম রাজ্যের নিকট বঙ্গ দেশেররাঙ্গামাটা স্থান नष्ट्रङ গোয়ালপাড়া নামক এক নগর অাছে, এ নগর ঢাকা হইতে ১৭০ ক্রোশ উত্তর পূৰ্ব দিগে, এ স্থানে আশাম দেশীয় 台