পাতা:সন্দেশাবলি.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( b~९ ) লোকের বাণিজ্য করে, আর তাহার এ নগর হইতে কোন ২ দ্রব্যের পরিবর্তে কএৰু প্রকার অত্যপকৃষ্ট লবণ লইয় যায় । ১৮২ | গোয়ালিয়ার liআগর প্রদেশে আগর নগর হইতে ৮০ ক্রোশ দক্ষিণ দিগে পৰ্বতোপরি পুস্তরের প্রাচীর বেষ্টিত ও তদেশীয় লোক কর্তৃক নিৰ্ম্মিত গোয়ালিয়ার নামে এক কঠিন দুর্গ অাছে, ইহার দীর্ঘ পরিমাণ এক ক্রোশের ন্যন হইবেক, ও পুস্থ প্রায় ৬০০ হস্তের অধিক নহে, ইহার উত্তর দিগের প্রাচর ২২৮ হস্ত উদ্ধ তথা উত্তম জল বিশিষ্ট এক বৃহৎ জল৷ শয় আছে, ই০২ ১৭৮০ বাণ২ ১ ১৮৭ শালে এই উচ্চ স্থানে মেজর পাপহাম যুদ্ধ করিয়া গোয়ালিয়ারের দুর্গ অধিকার করেন, ইহার প্রাক কালে নিশ্চিত জ্ঞান ছিল, যে এ দুর্গের কোন শত্ৰ, ভয় নাই, ঐ পৰ্বতের পূর্ব দিগে গোয়ালিয়ার নামে যে এক নগর অাছে, তাহাতে চারি ক্রোশ পর্য্যন্ত অনেক বসতি ও প্রস্তর নির্মিত অনেক গৃহ আছে, এব^ নগরের পূর্ক্স দিগে শুনরিক নামে এক নদী বহে বসন্ত কালে তাতার ফল পায় স্তযু হয়, আর উত্তর দিগন্তু পৰ্ব তোপরি উত্তম নির্মিত দুই স্তন্ত যুক্ত এক গৃহ আছে, এই গোয়ালিয়ার নগর হিন্দু স্থানের মধ্যস্থল, তন্নিমিত্তে এ স্থানে চিরদিন ব্যাপিয়া অনেক যুদ্ধ হইয়াছে মোগল জাতির রাজ্য কালে ইহার ঐ দুর্গ মধ্যে বাদশাহ কুলোম্ভবের অপরাধ ক্রমে বন্ধ থাকিতেন, ই১ • ০৮ বাপ ৪ ১৫ শালে এক্ট নগরের কোন হিন্দু রাজার সহিত যবনদিগের যুদ্ধ হওয়াতে যবনাধিকার হইয়া পুনৰ্ব্বার হিন্দু জাতির অধিকার হইয়াছিল, পরে ই• ১২৩৫ ব"ি