( bペ) ) ৬৪২ শালে আলতামস নামক দিল্লীর পাঠান বাদশাহ এ নগর প্রাপ্ত হইলেন, এব°২ তাহার রাজত্বের পর অবধি ১০০ বৎসর পর্যন্ত পুনৰ্ব্বার হিন্দুর রাজ্য হইয়া পশ্চাৎ দিল্লীর বাদশাহ এবুেহেম লোদির অধিকার হইয়াছিল, ই ১৫৪৩ বা ১৫০ শালে ঐ বাদশাহের অমাত্য আফগান জাতির সেরওঁ1 নামক এক ব্যক্তির নিকট হইতে হোমাইউন বাদশাহ এ স্থান প্রাপ্ত হইয়াছিলেন, কিন্তু এই প্রকারে গোয়ালিয়ার দুর্গ অল্প কালের মধ্যে বারস্থার হস্তান্তর হওয়াতে ক্রমে মোগল বাদশাহ দিগের হ্রাস হইল, পরে গোহদের রানার ও তদন্তর মহারাষ্ট্রীয়দিগের অধিকার হইয়াছিল, এব০২ ই০২ ১৭৮০ বাণ ১১৮৭ শালে ই০sলণ্ডীয়েরদের অধিকার হওয়াতে মাধজী সিন্ধিয় কএক মাস পর্যন্ত যুদ্ধ করিয়া নিরস্ত হইল, এই যুদ্ধে গোয়ালিয়ার দুর্গের এক কোণ মাত্র ভগ্ন হইয়াছিল, এই নগর দল্লি হইতে ১১৭ ক্রোশ লঙ্গুে হইতে ২ ১১ ক্রোশ কাশী হইতে ৩৫৫ ক্রোশ নাগপুর হইতে ৪৮০ ক্রোশ এব^ কলিকাতা হইতে বীরভূম দিয়া ৮০ ৫ ক্রোশ অন্তর। ১৮৩ ৷৷ গোয়াহাটী ৷ আশাম রাজ্যে গোয়াহাটী নামক এক রাজধানী নগর আছে, ইহার চতুদিগে ব্ৰহ্মপুত্র নদ এবণ২ তাহার উভয় তীরে নানা পৰ্ব্বত আছে, তত্ত্বারা এই নগর উত্তম রূপে বন্ধ হইয়াছে, ঐ সকল পৰ্ব্বতোপরি নানা নগর আছে ১৮৪ ৷৷ গোরক্ষপুর lা অযোধ্য প্রদেশে গোরক্ষপুর নামে এক নগর আছে, ইহার উত্তর দিগের পর্বত ও বন দ্বারা নেপাল রাজ্য পৃথক হইয়াছে, দক্ষিণ দিগে দেবহা অর্থাৎ
পাতা:সন্দেশাবলি.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।