পাতা:সন্দেশাবলি.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( レG ) বাদশাহের মোগল জাতি সৈন্যের অধিকার হইল, এই কোত ৰশাহি বাদশাহ ই ১৭০৪ বা ১১১১ শালে এ স্থানের কারাগারে বদ্ধ হইয়া কাল প্রাপ্ত হইয়াছিলেন। ১৮৭ ৷ গোহদ ৷ আগর প্রদেশে চম্বল নদীর দক্ষিণ দিগে সৰ্ব্বতোপরি গোহদ নামক এক দেশ আছে, ইহার চত্তদিগ উত্তম রূপে বদ্ধ আছে, ও ইহার প্রধান নগরের নাম গড়গোয়। লিয়ার তথ, এক প্রসিদ্ধ দুর্গ আছে, ই২ ১৭১০ বা^ ১১৯৭ শালে বিবেচিত হইয়াছিল যে এ দেশে ২২০ ০০ ০০ লক্ষ টাকা উপস্বত্ব হইত। ১ ৮৮ ৷ গোড় । বঙ্গদেশে রাজমহল সমৃক্ত গৌড় নামে এক প্রাচীন রাজধানী নগর পূর্ঘকালে হোমাইউন বাদশাহ কর্তৃক জেনাতাবাদ নামে ব্যক্ত ছিল, কিন্তু ইদানীপ বনময় হওয়াতে তন্মধ্যে ব্যায়ু পুভুতি নানা পশু বাস করে, এ নগরের পূর্দ্র কালীয় দুই বৃহৎ উচ্চ দ্বারের চিহ্ন দৃষ্ট হয়, এব^ তথাকার পতিত গৃহের ইষ্টক দ্বারা মুরশিদাবাদের ও মালদহের নানা স্থানে গৃহ নির্মিত হইয়াছে, ই^ ১২০৪ বাণ ৬১১ শালে মহম্মদ বক্তিয়ার শ্রীলজী বঙ্গদেশ জয় করত, গৌড় নগরে রাজ ধানী করিয়া হিন্দু জাতির শেষ স্বাধীন রাজা লক্ষ্মণ সেনকে নবদ্বীপ হইতে বহিষ্ণুত করিয়াছিল, তৎপরে ই০২ ১৫৫৩ বাণ ১৬০ শালে হুমাউন বাদশাহ সেরাঁ নামক এক পাষ্ট্র নের অনুসন্ধান করত বঙ্গদেশে আগমন পূৰ্ব্বক গৌড় রাজ্য অধিকার করিলেন, ইহার পূর্ব এই বাদশাহ হিন্দুস্থান হইতে ঐ সেরী কর্তৃক বহিষ্কৃত হইয়াছিলেন। ১৮৯।