পাতা:সন্দেশাবলি.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( レS ) গৌতমপুর l আলাহাবাদ রাজ্যে ও লক্ষে হইতে ৬৫ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে গৌতমপুর নামে এক নগর অাছে, ইহার নিকট আলাহাবাদের ও আগর পুদেশের সীমারম্ভ হইয়াছে। ১১০ ৷৷ ঘাট। কাবেরী নদীর উত্তর দিগ অবধি কৃষ্ণ নদীর তাঁর পর্যন্ত শূন্থলবংশ্রেণীবদ্ধ ঘাট নামে নানা ক্ষুদ্র পবৃত আছে, তদূর কর্ণাট রাজ্য দুই থও হইয়াছে, অর্থাৎ বালা ঘাট নামক পৰ্বতস্থ কর্ণাট ও তাহার নিম্ন ভাগের কর্ণাট, এই নিমু কর্ণাট হিন্দুস্থানের সমুদ্র তাঁর পর্যন্ত সমান রেখায় থাকিয় বুরহানপুরের পকৃত দ্বারা অদৃশ্য হইয়াছে। ১১১ ৷ ঘোলগুমি lা গারে দেশে ও বঙ্গ দেশের পশ্চিম সীমাতে এব০২ নাতি নদীর পশ্চিম দিগে ঘোষগ্রাম নামক এক প্রধান গ্রাম আছে, তথা গারে জাতির বসতি, এ গ্রামের মৃত্তিকা কৃষ্ণ ও রক্ত বর্ণ মিশ্রিত, এব০ এ স্থানে পাট ও ঘৃত অত্যুত্তম জন্মে, তভিন্ন যে ধান্য উৎপন্ন হয়, সে বারানসের ধান্যের সমান হয়, এবণ যে মসিন জন্মে, সেবঙ্গ দেশীয় মসিন অপেক্ষ কিঞ্চিৎ বৃহৎ হইয়া থাকে ও তাহাতে তৈল অতুষ্টি হয়। ১১২ ৷ চউগাম ৷ বঙ্গ ভূমির দক্ষিণ পূৰ্ব্ব দিগে प्लेथ्राम नाम এক দেশ আঁছে, ইহার দীর্ঘত ১২০ ক্রোশ ও পুস্থত। ২৫ ক্রোশ এ দেশের উত্তর দিগে ত্রিপুর, দক্ষিণ দিগে আরাকেন, পূৰ্ব দিগে সুন্ধরাজ্য ও পশ্চিম দিগে সমুদ্র চট্টগ্রামের অত্যন্ত্র ভূমিতে শস্য ও কাফি ও মরিচ ইত্যাদি উৎপন্ন হয়, তভিন্ন বন ও পৰ্ব্বত আছে, এবপ২ এ স্থানের সমুদ্র তীরে ইসলালাবাদ নামক এক ঘাট তথা এতদেশীয় ব্যবসায়ী