い b a ) লোকের চট্টগ্রামীয় ও ভিন্ন দেশ হইতে আনীত কাষ্ঠ দ্বারা প্রতি বৎসর বৃহৎ ২ জাহাজ নিৰ্ম্মাণ করে, এবণ এ স্থানে লবণ প্রস্তুত করণের ই^লওঁীয়দিগের এক গৃহ আছে, আর নাফ নদী তীরে নিবিড় বন মধ্যে যে লোকের বাস করে, তাহারা ঐ বনের হস্তি ধারণ পূৰ্ব্বক পালন করিয়া থাকে, আর ইস লামাবাদের ২০ ক্রোশ উত্তর দিগে সীতাকুণ্ড নামক এক উষ্ণ কুপ আছে, তাহাতে অগ্নি স্লশ মাত্রে প্রচলিত হয়, ই২ ১৬৬৬ বাণ২ ১০৭৩ শালে এই চট্টগ্রাম করতল করণার্থে বঙ্গ দেশীয় সুবেদার শাএস্ত ঐ কর্তৃক উম্মেদী প্রেরিত হইয়া ঢাকা নগরে সৈন্য স°২গ্রহ পূৰ্ব্বক মেঘনা নদী দিয়া গিয়া তদেশ জয় করত, উক্ত ঘাটের নাম ইসলামাবাদ ব্যক্ত করিল, ও এই অবধি এ দেশ মোগল রাজ্য ভূক্ত হইল, কিন্তু ই°১লওঁয়ের ত্বরায় এই সম্বাদ প্রাপ্ত হইয়। এই দেশে স°২গ্রাম পৰক ই• ১৬৮৬ বাণ ১০১৩ শালে হুগলির তাবৎ রাজ্য কৰ্ম্ম এই স্থানে স্থাপিত করিতে বিবেচনা করিলেন, ই- ১৬৮১ বা ১০১৬ শালে ই লণ্ডায়ের আওরঙ্গজেব বাদশাহের সহিত যুদ্ধার্থে চট্টগ্রামে যাইয়া সকল উদযোগ করিয়াছিলেন, সে তাবৎ তৎকালে নিসুল হইয়াছিল, কিন্তু ই^ ১৭৬০ বা^ ১১৬৭ শালে নবাব জাফের আলি খাঁ। ঐ দেশ ই০১লণ্ডীয়দিগকে অপর্ণ করিল । ১১৩ ৷৷ চণ্ডপুর ll আলাহাবাদ রাজ্যে বন্দেল খণ্ড নগর সন্মুক্ত ও ঘাট নামক পৰ্বত শ্রেণীর নিমু ভাগে চতুর্শাল রাজা কর্তৃক নিৰ্ম্মিত চগুপুর নামে এক নগর আছে, তথা এই রাজা বাস করাতে বহু বাণিজ্য হইয়াছিল, যেহেতুক বন্দেল খণ্ডে
পাতা:সন্দেশাবলি.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।