পাতা:সন্দেশাবলি.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( b-レ ) তৎকালে আর কোন নগর ছিলনা, এব০২ চণ্ডপুর নগর মেরজা পুরের ও দক্ষিণ রাজ্যের মধ্যস্থলে স্থাপিত পুঘুক্ত এই স্থানে তাবৎ বাণিজ্য দুবের কর সম্বখসরে ৪০ ০০ ০০ লক্ষ টাকা স°২ গুহ হইত, কিন্তু ইদানী" এই নগরের পত্ত্ব বিস্থার সহিত আধু নীক ভাবের পরীক্ষা কৰিলে যথেষ্ট হাস বোধ হয়, অপর বন্দেল ও ই০২লওঁয়েরদের অধিকার হইলে চণ্ড পুরে ও ইহার নিকটবৰ্ত্তী অনেক গ্রামে কুড়ার লোনি সাহেবের অধিকার ছিল, চওপুর নগর আগরা হইতে ২ ১ং ক্রোশ কাশী হঠতে ২৩৭ ক্রোশ নাগপুর হইতে ২০২ ক্রোশ উজ্জয়িনীহইতে ৩২০ ক্রোশ কলিকাতা হইতে ৬১৮, ক্রোশ এবং বোম্বে হইতে ৭৪২ ক্রোশ অন্তর । ১৯ 8 || চণ্ড ll গগুওয়ান রাজ্যে নাগপুরের মহারাষ্ট্রয়ের व्यर्थीन চণ্ড নামে এক বৃহ২ নগর অাছে, এ নগরের প্রায় বালুক ভূমি, তথাচ ধান্য ও ইক্ষু ও শাকাদি জন্মে, এন এ স্থান হইতে উত্তর সরকারে তুলা পুেরিত হয়, চও নগরের লোকের সথেষ্ট ছাগ ও মেষ পালন করে, অপর অf ওরঙ্গজেব বাদশাহের বর্তৃ মান কালে এই নগর বেরার দেশ ভূক্ত ছিল, কিন্তু পুকুত রূপে অধীন হয় নাই। ১১৫ । 58नि II नाटझात्र लात्का পৰ্বতোপরি শিণ জাতির অধিকারস্থ চণ্ডানি নামে এক উত্তম নগর অাছে, তথা যথেষ্ট লোক বসতি করে, ও তাড়ার পূর্ব দিগে এক নদী আরম্ভ হইয়া বেগগতিতে বাম দিগে গমন করিতেছে। ১১৬ ৷ চন্দ্রগিরি ll প্ররদপত্তন হষ্টতে ১০৮ ক্রোশ উত্তর দিগে মন্ধিলুর দেশস্থ পৰু ঠোপরি চন্দ্রগিরি নামে এক দুর্গ