পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
হৃদয়ের গীতিধ্বনি।
৩১


কখন্ থামিবি তুই—বল্ মােরে—বল্ প্রাণ।
হরষের গান আমি গাহিবারে চাহি যত,
তাের এ বিষন্ন সুর শ্রবণেতে পশে তত-
যে সুরে আরম্ভ করি শেষ নাহি হয় তায়
তােমারি সুরের সাথে অলক্ষ্যে মিলিয়া যায়!

হৃদয়রে! আর কিছু শিখিলিনে তুই,
শুধু ওই গান!
প্রকৃতির শত শত রাগিণীর মাঝে
শুধু ওই তান!

কি গাহিবে আর!
এক আশা, এক সুখ—এক ছিল যার
সেই এক হারায়েছে তার-
কি গাহিবে আর!
এক গান গেয়ে শুধু সমস্ত জগতে ফেরে
“যে এক গিয়েছে মাের তাই ফিরাইয়া দেরে!
আর কিছু চাহিনেরে!”
ভ্রমিতেছে শুধাইয়া সারা জগতের কাছে-
“যে এক আছিল মাের—সে মাের কোথায় আছে।”
বিধাতার কাছে শুধু এক ভিক্ষা মাগিতেছে-