এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪০
সন্ধ্যা সঙ্গীত।
দুই পা চলিতে যেন পড়িছে শুইয়া
প্রশান্ত সরসী কোলে দেহটি থুইয়া;
দুঃখ তুই ঘুমা!
আজ জোছনার রাত্রে বসন্ত পবনে,
অতীতের পরলােক ত্যজি শুন্য মনে,
বিগত দিবস গুলি শুধু একবার
পুরানাে খেলার ঠাঁই দেখিতে এসেছে
এই হৃদয়ে আমার;-
যবে বেঁচেছিল, তারা এই এ শ্মশানে
দিন গেলে প্রতি দিন পুড়াত’ যেখানে
একেকটি আশা আর একেকটি সুখ,-
সেই খানে আসি তারা বসিয়া রয়েছে
অতি ম্লান মুখ!
সেখানে বসিয়া তারা সকলে মিলিয়া
অতি মৃদু স্বরে
পুরাণো কালের গীতি নয়ন মুদিয়া
ধীরে গান করে।
বাঁশরীর স্বর দিয়া
তারকার কর দিয়া