এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬৫
সন্ধ্যা সঙ্গীত।
আকাশেতে তুলে আঁখি বাতায়নে বসে থাকি
নিশি যবে পােহায় পােহায়;
উষার আলােকে হারা সখী 'মাের শুকতারা
আমার এ মুখ পানে চায়,
নীরবে চাহিয়া রহে, নীরব নয়নে কহে
“সখা, আজ বিদায়—বিদায়!”
ধীরে ধীরে সন্ধ্যার বাতাস
প্রতিদিন আসে মাের পাশ!
দেখে, আমি বাতায়নে, অশ্রু ঝরে দুনয়নে,
ফেলিতেছি দুখের নিশ্বাস;
অতি ধীরে আলিঙ্গন করে,
কথা কহে সকরুণ স্বরে,
কানে কানে বলে “হায় হায়!”
কোমল কপােল দিয়া কপােল চুম্বন করি
অশ্রু বিন্দু সুধীরে শুখায়।
সবাই আমার মন বুঝে,
সবাই আমার দুঃখ জানে,
সবাই করুণ আঁখি মেলি
চেয়ে থাকে এই মুখ পানে!
যে কেহ আমার ঘরে আসে