পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দুদিন।
৭১


ভুলিব, যতই যাবে বর্ষ বর্ষ চলি-
কিন্তু আহা, দুদিনের তরে হেথা এনু,
একটি কোমল প্রাণ ভেঙ্গে রেখে গেনু।
তার সেই মুখ খানি-কাঁদো কাঁদো মুখ,
এলানো কুন্তল জালে ছাইয়াছে বুক,
বাষ্পময় আঁখি দুটি  অনিমিখ আছে ফুটি
আমারি মুখের পানে; অঞ্চল লুটিছে,-
থেকে থেকে উচ্ছসিয়া কাঁদিয়া উঠিছে,
সেই সে মুখানি,-আহা করুণ মুখানি,-
সুকুমার কুসুমটি—জীবন আমার-
বুক চিরে হৃদয়ের হৃদয় মাঝার
শত বর্ষ রাখি যদি দিবস রজনী
মেটে না মেটে না তবু তিয়াষ আমার;-
শত ফুল দলে গড়া সেই মুখ তার,
স্বপনেতে প্রতি নিশি  হৃদয়ে উদিবে আসি,
এলানাে আকুল কেশে, আকুল নয়নে।
সেই মুখ সঙ্গী মাের হইবে বিজনে-
নিশীথের অন্ধকার আকাশের পটে
নক্ষত্র তারার মাঝে উঠিবেক ফুটে
ধীরে ধীরে রেখা রেখা সেই মুখ তার,