এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শিশির।
৮৩
ভালবাসি প্রভাতের বায়!
ওই দেখ, মধ্যাহ্ন আইল,
চারিদিকে ফুল শুকাইল,
জনমেছি যাহাদের সাথে
তাহারা সবাই চ’লে যায়!
হাসি হয়ে জনম লভিনু
অশ্রু হয়ে বেঁচে আছি হায়!
শিশিরে অমর করি যদি
গড়িতে বাসনা ছিল, বিধি,
অমর করনি কেন ফুল?
উষা কেন চ’লে যায় তবে?
উষায় যে লভিল জনম,
উষা গেলে সে কেন রহিবে?
যে দিকেই ফিরাই নয়ন,
দুঃখ শােক মরণ কেবল!
ওহে প্রভু, করুণা আগার,
এ শােকের জগত-মাঝার,
তুমি কি ফেলেছ মােরে, কবি,
তােমার একটি অশ্রু জল?
বহিতে পারি না সখা, আর,