পাতা:সন্ধ্যা সঙ্গীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮৪
সন্ধ্যা সঙ্গীত।

মৃত্যুময় জীবন আমার,
তোমার সে তপন-কিরণে
এ শিশির মিলাইতে চায়।”
তাই কবি কহিল কাঁদিয়া
“শিশির হ’তেম যদি হায়!”

সংগ্রাম-সঙ্গীত।

হৃদয়ের সাথে আজি
করিব রে-করিব সংগ্রাম!
এত দিন কিছু না করিনু,
এত দিন বসে রহিলাম,
আজি এই হৃদয়ের সাথে
একবার করিব সংগ্রাম।
ওই দেখ, ওই আসে,  বুঝি চরাচর গ্রাসে
আমার হৃদয় অন্ধকার।
মেলিয়া অলস আঁখি,  কেমনে বসিয়া থাকি?
আক্রমিছে জগৎ আমার।