এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সন্ন্যাসিনী । ১ম অঙ্ক : , মিলাইয়ে যায় তান অনন্ত প্রান্তরি! জেগে ওঠে শত স্বপ্তভাব অহল্যাপাষাণী মত ও স্বর পরশে । আসে গান প্রাণ উথলিয়া। আজি দোল পূর্ণিমার রাত্ৰি! মনে পড়ে দে সুখ-উচ্ছাস, পিতৃগৃহে মুক্ত স্বাধীনতা । অন্তরে বাহিরে হায় সুখ শৈশবের । সেই শুামসুন্দরের দোল পুষ্পিত কদম্বমূলে, অকাল-প্রস্ফুট ফুল দেবতার তরে, যেন বিটপের পুলক রোমাঞ্চরাশি শিহরিত ফুলে ;– ফুলাসনে কমলসম্ভব, তনু-আধা রাধা-কমলিনী, সেই আবিরেতে লালে লাল, অরুণ-অম্বর, আরক্তিম অনুরাগে খামলা ধরণী, সম তপোবনভূমি পলাশ-পতনে হায় কোথা গেল,— কেন গেল সে সুখের দিন । কি পেয়েছি পরিবর্তে তার ? বাণবিদ্ধ রক্তাল্পত হৃৎপিণ্ডরাশি ! হায়, আজি দোলপূর্ণিমার রাত্ৰি ! মহারাজ দেছেন আদেশ ;–র্তাহার অপেক্ষা করি থাকিতে উদ্যানে ।