পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ন্যাসিনী । [ ১ম অঙ্ক ; মন্ত্রমুগ্ধ-সম, এই স্নিগ্ধ উপবনে ! " জয়দেবসরস্বতীকৃত গীতগোবিন্দের টীকা রচিত নাথের, শুনিতে কেমন লাগে প্রাণেশের মুখে ; বসে আছি পথ চেয়ে সেই আশা স্বপে। ছিছি পুরুষ নিষ্ঠুর! অথবা পুরুষের প্রেম শত কার্য্য চিন্তা মেঘে ঢাকা । সে কি পারে রমণীর ইচ্ছামত ফুটিয়া উঠিতে ? মোরা নারী, কৰ্ম্মহীন পড়ে আছি বিপুল বিশ্বেতে, পুরুষের হৃদাকাশতলে ক্ষুদ্র ধূলি-জাল-সম । কাহার আদেশে ফুটে উঠি সেই মুখ চাহি, ঝ’রে পড়ি সে মুখ দেখিয়া ! গীত। সরফর্দ । মানব-জনম ল’য়ে হায় মন ! কি করিলে ? কেন আসা ভূমণ্ডলে, বারেক তা না ভাবিলে। প্রেমের অমৃত নদী, এ হৃদয় পেলে যদি, আজি (ও) কোন তৃষাতুরে কণামাত্র বিতরিলে ?