পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা । সন্ন্যাসিনী । |ੱਥਝ : , একই নিয়মে ; রক্তপাত, কান্টাকাটি, যুদ্ধ ছাড়া আর নাহি কি শাসন অন্য বুদ্ধির মন্দিরে? যুদ্ধে মৃত সেনানীর আবাস হইতে, 'ঈদয়বিদীর্ণকারী রোদনের ধ্বনি পারি না যে শুনিবারে প্রদোষে প্রভাতে । আহা ! তাদের অনাথ শিশু মলিন আননে দাড়ায় আসিয়া যবে রাজদ্বারে দেখা করিবারে, দীননেত্রে থাকে চেয়ে মুখের পানেতে ; সে দৃষ্টি দেখিলে নাথ ! ভেঙ্গে যায় বুক। ইচ্ছা হয় চুমি মুখ ; নিই কোলে তুলে মহিষীর ক্ষুদ্র মান উপেক্ষা করিয়ে । শত আঁখি চেয়ে রয় তীব্র দৃষ্টিপাতে। হায়! একটি মধুর দিবা, প্রশান্ত যামিনী মহাৰ্ঘ্য রাণীর ভাগ্যে ? ধিক্ রাজ্যমুখে ! কুটচিন্তা, সদাশঙ্কা, গোপন মন্ত্রণ, এরই পরে প্রতিষ্ঠিত স্বর্ণ সিংহাসন ? এই যদি মুখ ভবে, দুঃখ কি যে,তবে ? ভিন্ন রুচি মানবের পারি না বুঝিতে । তুমি নারী সুকোমল হিয়; কি বুঝিবে রণরঙ্গে কি সুখ মাতিতে ?