এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১ম দৃষ্ঠ | } সন্ন্যাসিনী । মীরা। কাজ নেই বুঝে । করহ শপথ প্রভু, হাত দিয়ে রমণীর শিরে, যত পার দিবে ছেড়ে বিনা রক্তপাতে ? রাজা। অন্যায় এ মহিষী তোমার, সমর । অঙ্গন হ’তে আসিব কি ফিরে,— ভীর কাপুরুষ মত ভয়ে পলাইয়া ? মীরা। রাখিবে না অনুরোধ ? রাজা । ক্ষমা কর প্রিয়ে । প্রস্থান । ) মীরা । (স্বগত) হায়! পুরুষে ত বুঝেনাক রমণীহৃদয়, তা’ হ’লে কি যেতে পারে অনুরোধ ঠেলে ? অতনুর অন্ধ বলে আছে পরিবাদ ; প্রেম অন্ধ ! হৃদি, মুখ, এও কি সম্ভব ? আমি দেখিয়াছি বেশ ক’রে ক’রে অনুভব, যতক্ষণ করি আমি ইষ্ট উপাসনা ততক্ষণই থাকি ভাল ; কি এক বিমল সুখে মগ্ন হয় মন। সে প্রেম এ প্রেম হ’তে পূর্ণশান্তিময় ; ভেঙ্গে গেলে সেই ধ্যান কি যে আকুলত, নিরস্তর