এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२२ সন্ন্যাসিনী । ১ম অঙ্ক • পরায়ে বাসন ভূরি, • রাখিতে কি চাহে ধরি, হরি, হরি, মরি মরি, আকাশে যাহার আশা! কেমনে রহিবে পোষা। রাজা। অবস্থার উপযোগী হয়েছে সঙ্গীত ; যাই, আর কি হইবে প’ড়ে থেকে হেথা ! ( প্রস্থান । ) প্রথম অঙ্ক । পঞ্চম দৃশু । ( রাজ-অন্ত:পুরস্থ কক্ষ ; রাজমাতা ও পরিচারিক। ) রাজমাতা । কি বলিলি, হইয়াছে সন্ন্যাসিনী ? আহা! তাই বুঝি স্নান মুর্ণ বাছার আমার দেখিকু সে দিন । কেমনে জানিব বল, • অন্তরের এ বিদ্রোহ কথা ? এমন ত কথন শুনিনি! কোন্ রাজীলে, রাজরাণী হয়ে থাকে সন্ন্যাসিনী ?