পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 সন্ন্যাসিনী। ১ম অঙ্ক : পরিচারিকা। যাই ; হয় ত এখন রয়েছেন পূজাগৃহে । প্রস্থান।) भ% कृष्ट । ( পূজাগৃহ ; ধ্যানে মগ্ন মীরা । ) “জয় জয় যদুকুল জলনিধি চন্দ । ব্ৰজকুল গোকুল আনন্দ কন্দ ॥ উজল জলধর খামর অঙ্গ । ঙ্কেলন কলপতরু ললিত ত্রিভঙ্গ ॥ মরতি মদন ধনু ভাঙ বিভঙ্গ । বিষম কুসুম শর নয়ান তরঙ্গ ॥ চুড়ায়ে উড়য়ে মত্ত ময়ূর শিপও। টলমল কুণ্ডল ঝলমল গণ্ড ॥ সুধই যুধাময় মুরলী বিলাস । জগজন মোহন মধুরিম হাস। অবনী বিলম্বিত গলে বনমাল , মধুকর ঝঙ্কর ততই রসাল। তরুণ অরুণ রুচি পদ অরবিন্দ। নখমণি নিছনি ভূবন আনল।"