পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ মীরা l রাজমাতা । মীর । রাজমাত । মীরা। সন্ন্যাসিনী । [ ১ম অঙ্ক ; কেহ নহে মাতঃ, হৃদয় আমার আপনিই করেছে বরণ, নবজলধরকাস্তি কমললোচনে, বাছা ধৰ্ম্ম-কৰ্ম্ম ছেলেখেলা নয়, হৃদয়ের বশে কেমনে চলিবে তুমি পরাধীন নারী ; আমাদের কুলীতি চিরদিন যাহা, এখনও তাহাই হবে, হবে না অন্যথা; ছি ছি ইষ্টত্যাগ! একি অলক্ষণ ! শোন বাছ, আজি হতে আর পাবে না পূজিতে তব নব জলধরে। একেবারে ফেল মুছে হৃদয় হইতে প্রতিমূৰ্ত্তি র্তার। কেন মাতঃ ? তার পরিবর্তে আমাদের কুলদেবী শবাসনা নৃমুণ্ডমালিনী, ” লোলজিহবা দিগম্বরী করিবে পূজন । (প্রস্থান।) মাগো তব নিষ্ঠুর আদেশ!