পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 o মাধব । Fil II মাপব । রাণী । মাধব । রাণী । মাধব । সন্ন্যাসিনী । { ৩য় অঙ্ক ; নারীর হৃদয় অদ্ভূত রহস্ত-পূর্ণ ছবিখানি তাতে ! তবে কল্পনায় দেখা কর ইতি, চল পুনঃ দেখিবারে জীবন্ত আলেখ্য। কেন, কেন, এসেছেন রাণী ? " পিঞ্জর ভাঙ্গিয়া উড়ে গেলে বিহঙ্গিনী ফেরে কি আবার ? আসিয়াছে নারিকেল ফল ; প্রণয়ের প্রিয়দূত, প্রস্তাব লইয়। রাজমাতা পাঠালেন মোরে, সঙ্গে ক’রে অবিলম্বে নিয়ে যেতে তোমা, চল আর দেরি করা নয়। যাও, পরিহাস সকল সময় প্রিয় নয়, লাগে নাক ভাল । ভাল, বলি গিয়ে বৃদ্ধ মহিষীরে, আসি তবে হ’লেম বিদায়। (উঠিয়া) কেন সখা অভিমান পারি না বুঝিতে, অনেক সময়ে তব রহস্যই সত্য সম, সত্য পুনঃ রহস্ত বলিয়া বোধ হয়। শুন তবে খুলে বলি, م؟ ঝালর দুহিতা মুকুমারী