পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় দৃষ্ঠ। ] সন্ন্যাসিনী । ○○ মীর । এহি মেরি বৃন্দাবন, কাহা মদনমোহন, চল সোহি যমুনাকি কুলে ; এহি পূত রজঃ ধূলি, তুলহ পুরিয়া বলি, দেহ দেহ মাখাইয়া চুলে। (সধান্ধয় কর্তৃক তথাকরণ ) , (কয়েকজন ব্রজবাসিনীর প্রবেশ।) (সকলের কানাকানী)। ঐ দেখ ছদ্মবেশ ধ’রে এসেছেন রাধারণা, ললিতা বিশখা সঙ্গে নিয়ে খুজিছেন মদনমোহনে। আয় মোরা ভক্তি মেগে আসি, নিইগে চরণগুলি! ( নিকটে গিয়া সকলের প্রণামকরণ । ) সখী । তোমরা কি চাও বাছা ? ব্ৰজবাসিনীগণ। কিছু নয় মা, ভক্তির ভিখারী। সখী । কোথা পাব উক্তি বাছা, ইচ্ছা হয় এস সবে সাথে,— শুনাইব শুায়ু নাম। (সকলের কানাকানী) ওরে আয় আয় কাজ নাই ; চল ভাই ফিরে যাই ঘরে,