পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ं तूश्च । ] সন্ন্যাসিনী । ( (t সেথা কি কদম্বমূলে, শিখিনী নাচিয়া বুলে, মথুরাবাসী কি সেথ। স্যাম নামে মরে বীচে। আছে কি সে পীতধড়া, খুলে কি ফেলেছে চুড়া, গলে বনফুলমাল বুঝি বা শুকায়ে গেছে। ( উক্ত লোকদ্বয়ের ভক্তিভরে প্রণামকরণ । ) sa ভাই, এ সাক্ষাৎ রাধারাণী ! २ध्न । সেই রকমই বোধ হচ্চে বটে, দেখেচিস্থ মায়ের চেহারা, চল, আমরা ওঁর সন্তান, উনি যেখানে যাবেন, সেখানে যাব। (পূর্বোক্ত গীতের শেষভাগ! ) মীরা। শিরে শিখিপুচ্ছ পাথ, ছিল রাধা নাম লেখা, চল লো দেখিগে চল, আছে কি গিয়েছে মুছে ।