এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
&& সন্ন্যাসিনী | অঙ্ক , কোন প্রয়োজন ইথে করিবে সাধন তব ? একি পাপ? স্বামী ছেড়ে ভালবাসি তারে, কিন্তু ইনি কিম্বা তিনি পতি,— কে কবে আমারে ? স্বষ্টির মাঝারে চিরপরাধীন নারী ; নিৰ্দ্দয় বিধাতা, কেন গো অৰ্পিলে তার মাঝে স্বাধীন এ প্রেমের হৃদয় ? কিবা কেন না করিলে এমন বিধান * দুৰ্ব্বল নারীর তরে, প্রাণ দিয়া নিতে পারা যায়, অবহেলে আবার ফিরায়ে। হায় যবে আসিবেন তিনি করিবারে সাদরসন্তাষ মোরে, কি বলিব, কি করিব, কেমনে বা রহিব পার্শ্বেতে । পত্নীভাবে বসে কাছে, হৃদে আঁকা একের মুরুতি, স্তরে স্তরে মৰ্ম্মে মৰ্ম্মে য়েছে গ্রথিত, কি করে তা উৎপাটিব আজি ? অন্ত জনে কি করে পূজিব ? পিতা! পিতা হয়ে একেবারে দিলে ভাসাইয়া চিরবিষাদের নীরে চিরদিন তরে।